ISL নিয়ে আসা দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

বিনিয়োগকারী সংস্থা কোয়েস এর সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল ক্লাব। কোয়েসের তরফে ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টিং রাইটস ফিরিয়েও দেওয়া হয়েছে। আর সেই কারণে এই মুহূর্তে লাল- হলুদ সমর্থকদের কাছে সবথেকে বড় প্রশ্ন এই মরশুমে তারা আইএসএল খেলতে পারবে তো? কোয়েস চলে যাওয়ায় তাদের নতুন বিনিয়োগকারী সংস্থা কে হবে?

শুক্রবার বিকেল থেকেই ইস্টবেঙ্গলের অন্দর মহলে আইএসএল খেলার তোড়জোর শুরু হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা জানিয়েছেন দেশের সর্বোচ্চ লীগ আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গলের হাতে সময় খুবই কম, যা সিদ্ধান্ত নেওয়ার সবকিছু দিন কয়েকের মধ্যেই নিতে হবে ইস্টবেঙ্গলকে।

222340899cee0d2e1e63178cd9915314d8a1be244dbc218539f8ac0eeaf1cd70e644793f6

তবে আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের সব থেকে বড় আশার আলো এখন মুখ্যমন্ত্রীর অশ্বাসবানী। ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আশ্বাস দিয়েছেন তখন কোন একটা পথ নিশ্চয়ই বেরোবে। তবে এবার ইস্টবেঙ্গল ক্লাবকে কিছুটা হলেও সতর্ক হতে হবে। কারণ আগের লগ্নি সংস্থার তরফ থেকে অভিযোগ আনা হয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা সব ব্যাপারে একটু বেশি দাদাগিরি দেখান। যারা লগ্নি করে তাদের কথা খুব একটা দাম দিতে চান না তারা। আর এই কারণে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছিল কোয়েস।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর