বিদ্যুৎ বিভ্রাট হায়দরাবাদ ম্যাচে, ২০ মিনিট পিছিয়ে গেল এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইএসএল ২০২২/২৩ মরশুমের প্রথম কলকাতা ডার্বি। খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল-হলুদ এবং সবুজ-মেরুন ভক্তরা। আইএসএলের ইতিহাসে প্রথমবার যুবভারতীর ভরা মাঠে মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ। তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনাও অনেক বেশি।

আজ সন্ধ্যা ৭.৩০ নাগাদ শুরু হওয়ার কথা ছিল কলকাতা ডার্বি। কিন্তু সেই নির্ধারিত শুরু সময়ে শুরু হতে পারছে না ম্যাচটি। তার কারণটা অবশ্য বেশ অবাক করার মতো এবং আইএসএলের ব্যবস্থাপনা নিয়ে আরো একবার প্রশ্ন তুলে দেয় কারণটি।

আজ আইএফএলের দুটো ম্যাচ রয়েছে। এই মুহূর্তে হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে হায়দরাবাদ এফসি ও এফসি গোয়া। কিন্তু ম্যাচটি চলাকালীন ফ্লাড লাইটের সমস্যা দেখা যায় সেই স্টেডিয়ামে। ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।

এই কারণেই দুটি ম্যাচে যাতে সমর্থকদের সামনে ঠিকঠাকভাবে সম্প্রচার করা যায় সেই কারণে ২০ মিনিট পিছিয়ে গেছে এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। ফলে বিরক্ত বেশ কিছু সমর্থক। ৭.৩০-এর বদলে ৭.৫০-এ আরম্ভ হবে ম্যাচ।

প্রতিবেদনটির লেখার সময় হায়দারাবাদ বনাম গোয়া ম্যাচ ৬০ মিনিট অতিক্রম করেছে। ওগবেচের পাস থেকে জাভিয়ের সিবেইরোর গোলে এগিয়ে রয়েছে হায়দরাবাদ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর