ফের বিশৃঙ্খলা ইস্টবেঙ্গলের ম্যাচকে কেন্দ্র করে! এক সপ্তাহে দুবার ঝামেলায় জড়ালো শতাব্দী প্রাচীন ক্লাব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তুমুল ঝামেলার সৃষ্টি হলো লেসলি ক্লডিয়াস সরণিতে। ফের একবার হকি ম্যাচকে কেন্দ্র করে ঝামেলায় জড়ালেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কিছুদিন আগে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি হকি ম্যাচ খেলার সময় মোহনবাগান সমর্থকদের ইস্টবেঙ্গল অফিসিয়ালদের উদ্দেশ্য করে গালাগালি দেওয়ার কারণে ম্যাচটি ভেস্তে গিয়েছিল এবং তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। মোহনবাগান সমর্থকদের দাবি ছিল যে তারা ন্যায্য কিছু কথা শুনিয়েছিলেন যা নিয়ে ইস্টবেঙ্গল অফিসিয়ালদের তরফ থেকেই প্রথমে আপত্তিজনক মন্তব্য করা হয়।

তবে এই দিন ইস্টবেঙ্গলের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা যায় পাঞ্জাব স্পোর্টসের সমর্থকদের। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ সংক্রান্ত ঝামেলাটি মহামেডান ম্যাচে ঘটলেও এই ম্যাচটি ইস্টবেঙ্গল নিজেদের মাঠে খেলছিল। ম্যাচ শেষ হওয়া মাত্র দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় যে ঘটনার ভিডিও এখন ভাইরাল।

   

গোটা ম্যাচটির বেশিরভাগ সময় ইস্টবেঙ্গল এগিয়ে ছিল ১-০ ফলে। সংযুক্ত সময়ে গোল করে সমতা ফেরায় পাঞ্জাব স্পোর্টস এবং ম্যাচটি ড্র হয়। এরপর ইস্টবেঙ্গলের কিছু সমর্থক অভিযোগ তুলেছেন পাঞ্জাব স্পোর্টস এর সমর্থকদের বিরুদ্ধে যারা এরিয়ান গ্যালারিতে উপস্থিত ছিলেন এবং ম্যাচ শেষে তারা লাল হলুদ সমর্থকদের বাঁশ নিয়ে আক্রমণ করেন।

টা ঘটনার ভিডিও সিসিটিভিতে সংরক্ষিত হওয়ায় সেই দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু বারবার কেন হকি লিগের ঝামেলায় জড়াচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব? এই প্রশ্নের কোন সঠিক উত্তর এখনো অবধি পাওয়া যায়নি। অনেকে নানান রকম তত্ত্ব তুলে আনলেও আসল প্রশ্নের জবাব এখনও পাওয়া যাচ্ছে না।

এই ঘটনায় মোট চারজনের আহত হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে যার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে পুলিশ থাকা সত্ত্বেও কেন এমন গন্ডগোল হচ্ছে সেই নিয়ে তারা খুব চিন্তিত। ইস্টবেঙ্গল এর ফুটবল একাডেমিতে আসা অভিভাবকদের কয়েকজনও এই ঝামেলার কারণে জখম হয়েছেন। পুলিশ তদন্ত করবে এই ব্যাপারে আশ্বাস দিয়েছেন দেবব্রত বাবু।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর