বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নেমেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। এখনো সেই ১৩ জন ফুটবলারের পর আর নতুন কোন ফুটবলারের নাম অফিসিয়ালি ঘোষণা করেনি লাল-হলুদ ম্যানেজমেন্ট। এর মধ্যেই প্র্যাকটিস ম্যাচ খেলার আবেদন করেছিলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। সেইমতো নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ১৬ ই আগস্ট প্র্যাকটিস ম্যাচ এর নির্ধারিত করা হয়েছে। তবে তার আগে অনুশীলনে একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট নিয়েও চিন্তায় রয়েছে লাল-হলুদ শিবির।
এবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষের নামও জানা হয়ে গেল। প্রথমে মুম্বাই সিটি এফসি নাম উঠে এল এখন শোনা যাচ্ছে ১৬ ই আগস্ট বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলতে মাঠে নামতে পারে অভিষেক ব্যানার্জীর ডায়মন্ড হারবার এফসি। জুন মাস থেকে সেই দলের দায়িত্বে রয়েছেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন বানানো কোচ কিবু ভিকুনা। মাঝে কলকাতার গরম সহ্য করতে না পেরে কিছুদিন অসুস্থ থাকলেও পরে সুস্থ হয়ে দলকে অনুশীলন করাচ্ছেন তিনি নিজেই। মুম্বাই সিটি এফসি বিপুল আর্থিক দাবী পূরণ করতে না পেরে ডায়মন্ড হারবার এফসিকে দিয়ে কাজ চালিয়ে নিতে চাইছে আয়োজকরা।
ইতিমধ্যে ইস্টবেঙ্গল বেশকিছু ফুটবলারকে দলে নেবে এমন শোনা গেলেও তাদেরকে সই করাতে সমস্যায় পড়ছে। চেন্নাইয়ান এফসির তরুণ প্রতিভাবান বাঙালি রহিম আলীর ইস্টবেঙ্গলের যোগ দেওয়ার কথা থাকলেও সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটি ভিডিও বার্তায় ঘোষণা করে দিয়েছে যে রহিম আলী তাদের সঙ্গে থাকছে। ২২বছরের তরুণ বাঙালি ফুটবলারের সাথে সাথে সন্দেশ ঝিঙ্গান এবং অমরিন্দর সিংও প্রায় হাতছাড়া হওয়ার পথে ইস্টবেঙ্গলের। সন্দেশ ইস্টবেঙ্গলের চুক্তি পছন্দ করেননি এবং অমরিন্দর কে এটিকে মোহনবাগান কিছুতেই রিলিজ দেবে না। এখনো অবধি ইস্টবেঙ্গলের সাথে ঋত্বিক দাসের কথা চলছে কিন্তু জামশেদপুর তাকে ছাড়বে কিনা সে নিয়ে এখনো কোনও নিশ্চয়তা নেই।
এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে গোলকিপার বলতে রয়েছেন শুধু পবন কুমার। শুভাশিস রায় ডাক্তারের গ্রীনলাইট পেয়ে অনুশীলনে যোগ দিলেও তার নাম এখনও সরকারিভাবে ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। হাই কেরালা ব্লাস্টার্স থেকে অ্যালবিনো গেমসকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। যদিও এই লড়াইয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সামিল হয়েছে মুম্বাই সিটি এফসি। তাই শেষ পর্যন্ত তারকা গোলরক্ষককে পাওয়া নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে ইস্টবেঙ্গল ভক্তরা।