আশঙ্কা, বাঁধা, খামতি সঙ্গী করেই আজ ডুরান্ডে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পারদ পড়তে শুরু করে দিয়েছিল রবিবার থেকেই। সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ সোমবার ২২ শে আগস্ট মাঠে নামছে ইস্টবেঙ্গল। এখনো দলে অনেক খামতি রয়েছে অনেক কিছুর অভাব রয়েছে অনেক কিছু সম্পূর্ণ করা বাকি যা ডুরান্ড বা কলকাতা লিগে অন্তত সম্পূর্ণ করা সম্ভব নয়। তা সত্ত্বেও সমর্থকদের উৎসাহ কমছে না তাই এই রবিবার দুপুর গড়াতেই লেসলি ক্লারিয়াস ধরনের রাস্তায় ভরে গিয়েছিল টিকিটপ্রার্থীদের ভিড়ে।

নতুন কোচ এবং সহকারি কোচ এসেছেন। নিজেদের মাঠেই যেভাবেই হোক অনুশীলন শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হল। এককালে বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীদের দেশের জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন স্টিফেন কনস্ট্যানটাইন দায়িত্ব নিয়েছে লাল-হলুদ ক্লাবের। অনুশিলনে যাবতীয় সুযোগ-সুবিধা না থাকলেও তিনি যথেষ্ট কড়াভাবে এবং নিজেদের হাতে থাকা সীমিত সামর্থ্য নিয়ে দলকে অনুসরণ করিয়া গিয়েছেন। আজ থেকে তার পরীক্ষা আরম্ভ।

constantine east bengal

আজ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ডুরান্ডে অভিযান শুরু করার আগে গতকাল অর্থাৎ রবিবার জার্সিও উদ্বোধন হয়েছে ইস্টবেঙ্গলের, যাতে লালের পরিমাণ হলুদের চেয়ে অনেকটাই বেশি। আজ দলে কোনও বিদেশে না থাকার সম্ভাবনাই বেশি। ইমামি কথা দিয়েছিল যে শক্তিশালী দল গড়বেন কিন্তু সকলকে একটু ধৈর্য ধরতে হবে। তেমনটাই করছেন সর্মথকরা ডুরান্ড বা কলকাতা লিগ নিয়ে তাদের তেমন কোন মাথা ব্যাথা নেই। এই টুর্নামেন্টগুলো বড় মঞ্চের অর্থাৎ আইএসএল এর জন্য প্রস্তুতির এক একটা ধাপ। সমর্থকরা শুধু চায় যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেই হার না মানা লড়াকু মনোভাবটা দেখাক তাদের প্রিয় ইস্টবেঙ্গল দল।

 

ডুরান্ডের প্রথম ম্যাচে আটকে গিয়েছে এটিকে মোহনবাগান। অপরদিকে হেভিওয়েট এবং গতবারের লিগ শিল্ড জয়ী এফসি গোয়া এবং জামশেদপুর এফসিকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে মহামেডান স্পোর্টিং। আজ ইস্টবেঙ্গল কেমন করে তা দেখার জন্য প্রস্তুত সকলেই। কোচ স্টিফেন কনষ্টানটাইন বলেছেন, “সকলেই জেনে গেছেন যে আমাদের দল তৈরি করার কাজটা অনেক দেরিতে শুরু হয়েছে। গ্রুপ পর্বে যে চারটি ম্যাচ হবে তাতে দলকে ভবিষ্যতের জন্য তৈরী করাটাই আমার আসল লক্ষ্য। আমরা একটা নতুন দল নিয়ে সম্পূর্ণ লড়াই শুরু করছি, যারা আগে কোনওদিনও একসাথে খেলেনি। প্রতিপক্ষও অনেকটাই অচেনা। সবমিলিয়ে দারুন একটা ম্যাচ হবে এটুকুই আশা করছি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর