বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ইস্টবেঙ্গল ডুরান্ডে অভিযান শুরু করেছে। জয় না পেলেও প্রথম ম্যাচে দলের খেলা দেখে সন্তুষ্ট অনেক সমর্থকরাই। অন্যান্য দলগুলোর চেয়ে অনেক দেরিতে প্রাক-মরশুম প্রস্তুতি শিবির শুরু হয়েছে লাল-হলুদ ক্লাবের। ফিটনেস সহ আরও একাধিক সমস্যা রয়েছে ক্লাবে। সেই সমস্ত সমস্যা মিটে গেলে এবং বিদেশীরা সকলের ম্যাচ ফিট হয়ে উঠলে এই দলই প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন বলে অনেকে মনে করছেন। এই সব কিছুর মধ্যেই ষষ্ঠ বিদেশির নাম চূড়ান্ত করে ফেলল লাল-হলুদ ম্যানেজমেন্ট।
অষ্টম বিদেশী হিসেবে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে খেলা তরুণ অজি মিডফিল্ডার জর্ডন লুইস ও’ডোহার্টি-কে চূড়ান্ত করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। স্পেনের ম্যালোরোকায় জন্ম নেওয়া এই অজি তারকার অ্যাডিলেড রাইডার্স, অ্যাডিলেড ইউনাইটেড, মেলবোর্ন নাইটসের মত ক্লাবগুলোতে ফুটবল খেলেছেন। তিনি মূলত সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেই খেলে থাকেন।
ইস্টবেঙ্গলে আসার আগে গত মরশুমে নিউক্যাসল জেটসের হয়ে মাঠে নেমেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। মাঝ মাঠে খেলা কন্ট্রোল এর পাশাপাশি ড্রিবলিং এবং স্ট্রাইকারদের জন্য ডিফেন্সভেদী থ্রু-বল বাড়াতেও ওস্তাদ তিনি। তবে শারীরিকভাবে তিনি খুব একটা শক্তপোক্ত নন তাই মাঝে মাঝে ডুয়েলে তার সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দলের প্রয়োজনে ওপরে উঠে গোল করতেও পারেন তিনি। ইনি হতে চলেছেন ইস্টবেঙ্গলের এশিয়ান কোটার বিদেশেও।
আগেই সাইপ্রাসের চারালোম্বস এবং ইভান গঞ্জালেসকে ডিফেন্স সামলানোর জন্য সই করিয়েছে ইস্টবেঙ্গল। স্ট্রাইকার হিসেবে সই করানো হয়েছে ব্রাজিলের আলেয়ান্দ্রো এবং ক্লেইটন সিলভাকে। মাঝমাঠে অ্যালেক্স লিমার সঙ্গী ও দ্বিতীয় মিডফিল্ডার হিসেবে এখন লাল হলুদ শিবিরে যোগ দেবেন এই অজি তরুণ।