ক্লাবের ওপর ঝুলছে ট্রান্সফার ব্যান! এরই মাঝে কন্যাশ্রী কাপে ৩৫ গোল করলো ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পুরুষদের দলের অবস্থা যেখানে চূড়ান্ত খারাপ, সেখানে কন্যাশ্রী কাপে নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে মহিলা ইস্টবেঙ্গল দল সমর্থকদের মুখে কিছুটা হাসি ফোটালো। আজ বেহালা ঐক্য সম্মিলনীর বিরুদ্ধে খেলতে নেমে তাদের বিরুদ্ধে ৩৫ গোল দিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত হতাশ সমর্থকরা। প্রতিবছর পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। তারই মধ্যে ক্লাবের মহিলা ফুটবলাররা সমর্থকদের মনে কিছুটা টাটকা বাতাসের ঝাপটা মারলেন।

এদিন ইস্টবেঙ্গলের হয়ে মোট দশজন ফুটবলার গোল করেছেন। ইনারা হলেন গীতা, দেবলিনা, তনুশ্রী, কবিতা, বিরসি, সুস্মিতা, মৌসুমী, ঐশ্বর্য, পিয়ালি ও সুলঞ্জনা। অর্থাৎ গোলকিপার ছাড়া দলের প্রত্যেকেই গোল করলেন। একটি করে গোল করেছেন বিরসি ও পিয়ালি। দুটি করে গোল তনুশ্রী ও সুলঞ্জনার। হ্যাটট্রিক করেছেন ঐশ্বর্য। চার গোল করেছেন সুস্মিতা। ৫টি করে গোল এসেছে গীতা ও দেবলিনার ঝুলিতে। জোড়া হ্যাটট্রিক করেছেন মৌসুমী ও কবিতা।

   

কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এই ময়দানি রেকর্ডের দিনেও স্বস্তিতে নেই। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার কথা ছিল আইএসএলের জন্য। সেই অনুযায়ী নতুন বিদেশি জেক জার্ভিসকে নিয়ে এসেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু তাকে সই করানো সম্ভব হচ্ছে না।

আজই জানা গিয়েছে জ্যাক জার্ভিসের সই না হওয়ার কারণ। আবারও ফিফার ট্রান্সফার ব্যানের কবলে পড়েছে লাল হলুদ ক্লাব। শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের ইনভেস্টর থাকার সময় ইরানের ফুটবলার ওমিদ সিংয়ের সঙ্গে চুক্তি বকেয়া এখনও মিটিয়ে উঠতে পারেনি তারা, যা নিয়ে এখন সমস্যায় লাল-হলুদের নতুন ম্যানেজমেন্ট।

fifa letter

ওই ইনভেস্টরের সময়কালের সকল ফুটবলারদের সকলের বেতন মিটিয়ে দেওয়া হলেও ওমিদ সিংয়ের বিষয়টির এখনও মীমাংসা হয়নি। এই বিষয়ে একে একে ফিফা ও এএফসির শরণাপন্ন হয়েও কোনও লাভ হয়নি ইস্টবেঙ্গলের। ফিফা জানিয়েছিল যে ওমিদের বাকি টাকা মেটাতে না পারলে ট্রান্সফার ব্যানের কবলে পড়তে হবে ক্লাবকে। আজ তাদের চিঠিতে সেই বিষয়টাই নিশ্চিত হওয়া গিয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর