আইজলের কাছে হেরে আইলিগ জেতার স্বপ্ন শেষ হয়ে গেল শতবর্ষের ইস্টবেঙ্গলের।

ফেরা আই লিগে একবার হারের মুখ দেখল ইস্টবেঙ্গল! এভাবে হারতে হারতে এবার সবার নিচে না চলে যায় ইস্টবেঙ্গল, এই মুহূর্তে ইস্টবেঙ্গল এর সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে হার, পয়েন্ট নষ্ট এবং গোল মিস। ঘরের মাঠে একের পর এক ম্যাচে ইস্টবেঙ্গল যেভাবে পয়েন্ট নষ্ট করে চলেছে তাতে বলা যায় যে আইলিগ জয়ের স্বপ্ন মোটামুটি ভাবে শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের। এখন শুধু নিজেদের অবনমন বাঁচানোর লড়াই ইস্ট বেঙ্গলের সামনে।

এইদিন শুরু থেকে একেবারে বাজে ফুটবল খেলতে থাকেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা। ডিকা-ক্রোমা- কোলাডোরা একেবারে বাজে পারফরম্যান্স করেন। কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করেন ব্রেন্ডন। কিন্তু বাকি ইস্ট বেঙ্গল ফুটবলাররা একেবারেই নজর করতে পারেন নি। এইদিন ইস্ট বেঙ্গল ফুটবলারদের দেখে মনে হচ্ছিলো তারা যেন মাঠে ঘুরতে নেমেছেন।

91056932b711eb638ee624f06896c446a4d1a0c9

দ্বিতীয়ার্ধে ডিকাকে তুলে নেয় ইস্ট বেঙ্গল কোচ মারিও তার পরিবর্তে নামানো হয় পন্টু মাহাতোকে। কিন্তু পিন্টুকে নামলেও এই দিন ইস্ট বেঙ্গলের পারফরম্যান্সে বিন্দুমাত্র উন্নতি হয় নি। এরই মধ্যে আইজলের আর্জেন্টিনায় ফুটবলার মাতিয়াস ভেরন পরিবর্ত হিসাবে নেমে ম্যাচের 76 মিনিটের মাথায় জয় সূচক গোলটি করেন। আর এই গোলের ফলে 1-0 তে এগিয়ে যায় আইজল এফসি। তারপর আর গোল শোধ করতে পারে নি ইস্ট বেঙ্গল। এরফলে 1-0 ব্যবধানে ম্যাচ জিতে নেয় আইজল এফসি। এই মুহূর্তে 10 ম্যাচ থেকে মাত্র 11 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নীচের দিকে চলে গেল শতবর্ষের ইস্ট বেঙ্গল ক্লাব। পরপর দুটি ম্যাচে লিগ টেবিলের নীচের দিকে থাকা দুটি দল এর কাছে হেরে আইলিগ জেতার স্বপ্ন শেষ ইষ্ট বেঙ্গলের।

Udayan Biswas

সম্পর্কিত খবর