বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), বাংলার মা-বোনেদের কাছে এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে। যে প্রকল্প প্রতি মাসে লক্ষ্মী পৌঁছে দেয় ঘরে ঘরে। কেবল রাজ্য নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চালু করা এই প্রকল্পের দেশ জোড়া খ্যাতি রয়েছে। এবার মমতার স্বপ্নের সেই প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে রীতিমতো তোলপাড়।
রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারি নিয়ে রীতিমতো শোরগোল চলছে। এরই মাঝে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক শহরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগ উঠল। এলাকার একাধিক মহিলারা এই অভিযোগ তুলে সরব। ইতিমধ্যেই এর দ্রুত প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন তারা। সূত্রের খবর, পুরসভার চেয়ারম্যান তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
এদিকে গত সপ্তাহেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবারে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। আগামী মাস থেকে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে। তাদের সকলকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। নতুন উপভোক্তার সংখ্যাটা ৫ লক্ষ ৭ হাজার। এর ফলে এবার রাজ্য সরকারের বাড়তি খরচ হবে ৫৪ হাজার কোটি টাকারও বেশি। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডারের খেতে রাজ্যের খরচ হবে ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা।
আরও পড়ুন: চরম বিপাকে ‘সেই’ কালীঘাটের কাকু! এবার যা করল CBI… বুকে ব্যথা শুরু সুজয়কৃষ্ণর
এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ ছিল ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। এবারে তা বেড়ে হল প্রায় ৫৫ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার বাংলার অমূল্য সম্পদ। তবে এরই মাঝে তমলুকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…