বাংলাহান্ট ডেস্ক : কাজ চলছে দীর্ঘদিন ধরে। সবার প্রশ্ন কবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পুরো অংশে শুরু হবে পরিষেবা? মাঝে জানা গিয়েছিল পুজোর আগেই সম্ভবত শেষ হয়ে যাবে কাজ। সেই আশা আর নেই। খুব ধীর গতিতে কাজ এগোচ্ছে বউবাজারে। একটি রিপোর্টে বলা হয়েছে, যে সংস্থা ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে কাজ করছে তারা একটি রিপোর্ট জমা দিয়েছে।
সেই রিপোর্টের সংস্থা বলেছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের আগে শেষ হবে না কাজ। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে বউবাজারে বিপর্যয়ের কারণে দ্রুত গতিতে কাজ করা সম্ভব হচ্ছে না।
আরোও পড়ুন : ফোন করেছিলেন শিক্ষক, বলেছিলেন, ‘মিজানুর তোমায় অফিসার হতে হবে’…তারপরের কাহিনী চমকে দেবে
লাগাতার মাটির শক্তি বৃদ্ধির কাজ চালানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে সেই কাজ অত্যন্ত ধীর গতিতে করতে হবে। এছাড়াও এই রিপোর্টে নাকি সংস্থা জানিয়েছে, ‘ডেডলাইন’ অনুযায়ী কাজ শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় সংস্থার নেই। তাতে বাড়তে পারে বিপর্যয়ের আশঙ্কা। এর ফলে কাজ শেষ হতে যদি ২০২৫ সালের মার্চ মাসও হয়ে যায় তাহলে সেই রাস্তায় হাঁটা উচিত।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে চলাচল করছে মেট্রো। অপরদিকে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা শুরু হয় গত মার্চ মাস থেকে। তবে এখনো বাকি রয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৫ কিলোমিটার অংশের কাজ। এই অংশের কাজ হয়ে গেলেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো লাইন চালু হয়ে যাবে।