কলকাতা পেতে চলেছে বড়ো উপহার,১৩ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো

বলা যেতে পারে বহুদিনের একটা অপেক্ষার অবসান হতে চলেছে। তিন হাজার কোটি টাকা খরচা করে সল্টলেকে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিকাঠামো তৈরি করে কেএমআরসিএল। নভেম্বর থেকেই শুরু হয় ওই রুটে। কিন্তু নানা কারণে যাত্রী পরিবহন শুরু করার প্রক্রিয়া পিছিয়ে যায়। আর এইদিন কেএমআরসিএলের তরফে জানানো হয়েছে, এই মাসের ১৩ তারিখ ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন রেলমন্ত্রী।

প্রথম পর্যায়ে করুণাময়ী-সহ ৬ টি স্টেশনে দাঁড়াবে। তবে কয়েকমাসের মধ্যেই ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু হবে যাবে বলে মেট্রো ও কেএমআরসিএল কর্তৃপক্ষ সূত্রের খবর। এদিন থেকেই যাত্রী নিয়ে সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো।শীঘ্রই স্মার্টকার্ড ও টোকেন তৈরির কাজও শুরু হবে। এর আগে অনেকবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর  চালু করার কথা হয়েও তা অবশেসে হয়ে উঠতে পারিনি।

EE2

 

নানারকম ত্রুটির কারনে একাধিকবার পেছানো হয়েছে এই কাজ। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের পর ফের ট্রায়াল রান করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকা সত্ত্বেও অনিবার্য কারণে বারবার পিছিয়েছে উদ্বোধনের দিন। যার জেরে আদৌ কতদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে সব জল্পনা কল্পনা শেষ হতে চলেছে। সব ঠিক মতন হয়ে যাওয়ার পর এবার দেখা মিলতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। আগের বছর নভেম্বর মাসের ৭ তারিখ এই সুবিধা মেলার কথা ছিলো কিন্তু তা পরে পিছিয়ে গিয়ে বড়দিনে করা হয়।

কিন্তু বড়দিনেও সেই কথা মতন কাজ না হতে একটা সমস্যা শুরু হয়। কিন্তু সব ক্ষতিয়ে দেখার পরেই এবার এবার মিলবে  ইস্ট-ওয়েস্ট মেট্রোর নাগাল। এবার দেখার কথা সেই সুবিধা ভোগ করে কলকাতার আমজনতা কি বলেন। তাই ক্যলেণ্ডারে তাকিয়ে এখন শুধুই ১৩ তারিখের অপেক্ষা আর মেট্রোর চড়ার ওপেক্ষা।


সম্পর্কিত খবর