এবছর মোহনবাগানের হয়ে আই লিগ জেতা সাইড ব্যাক চুলোভাকে ফের নিজেদের দলে ফিরিয়ে নিল ইস্টবেঙ্গল। গতবছর ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানের সাইন করেছিলেন মিজোরামের এই সাইট ব্যাক। এই আইলীগে মোহনবাগানের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি চুলোভা কিন্তু এই বছর আইলিগ জয়ী মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই মিজো সাইড ব্যাক। কিবু ভিকানার প্রথম একাদশে সেই ভাবে এই বছর খেলার সুযোগ পাননি চুলোভা, তাই নিজের পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে ফিরে গেলেন তিনি।
এছাড়া ইস্টবেঙ্গল কর্তারা নিজেদের দলে নিতে মরিয়া হয়ে উঠেছেন মোহনবাগানের আরেক আই লীগ জয়ী ফুটবলার ভিপি সুহেরকে। ইতিমধ্যেই কেরলের এই স্ট্রাইকারের সাথে এই নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। জানা গিয়েছে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সম্মতিও জানিয়েছেন ভিপি সুহের। এই আই লিগে মোহনবাগান জার্সি গায়ে প্রায় সবকটি ম্যাচ খেলেছেন ভিপি সুহের। কিবু ভিকুনার অন্যতম পছন্দের ফুটবলারও ছিলেন তিনি। এবার আই লিগে মোহনবাগান এর জার্সি গায়ে দুর্দান্ত খেলার সুবাদে তিনি নজরে পড়ে ছিলেন বেশ কয়েকটি ক্লাবের।
এছাড়াও এবার আইএসএলে এটিকের জার্সি গায়ে খেলা প্রাক্তন মোহনবাগান ফুটবলার বলবন্ত সিং-কে ইতিমধ্যেই নিজেদের দলে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। জানা গিয়েছে বলবন্তের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের দুই বছরের চুক্তি হয়েছে। অপরদিকে এবার মোহনবাগানের হয়ে আই লীগ জেতা আশুতোষ মেহেতা, সেখ সাহিলকেও প্রাথমিক পর্যায়ের অফার দিয়ে রেখেছে ইস্টবেঙ্গল ক্লাব। অপরদিকে সামনের বছর আই এস এল খেলার জন্য নিজেদের দলে প্রতিভাবান ফুটবলারদের নিতে শুরু করে দিয়েছে মোহনবাগান।