এমনিতেই এবারের আই লিগে ইস্টবেঙ্গলের অবনমনের ভ্রূকুটি অব্যাহত, তারপর ফের পয়েন্ট নষ্ট করলো ইস্টবেঙ্গল। গতকাল গোলামের বিরুদ্ধে 1-1 ড্র করল ইস্টবেঙ্গল। গোকুলামের কাছে আটকে যাওয়ায় এবারের আইলীগে 15 ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহ মাত্র কুড়ি পয়েন্ট।
এবারে শতবর্ষে পা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব, কিন্তু শতবর্ষের আইলীগ ইস্টবেঙ্গল এর জন্য একেবারে হতাশার ভ্রূকুটি। বারবার সুযোগ নষ্টের খেসারত দিতে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবকে। এইদিন ম্যাচের বেশিরভাগ সময় গোকুলাম দলকে দশ জনে পেয়েও সেই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে আনতে পারল না ইস্টবেঙ্গল, ম্যাচ শেষ হল 1-1 ফলাফলে।
এইদিন খেলার শুরুতেই গোল করে গোকুলাম দলকে এগিয়ে দেয় মার্কোস যোসেফের। তারপর ঘন ঘন আক্রমণ শুরু করে গোকুলাম, কিন্তু এই দিন গোকুলাম এর ভাগ্য খুবই খারাপ ছিল কারণ গোকুলামের দু’দুটো শট বারে লেগে ঘুরে আসে। এছাড়াও রেফারির ভুলে বিনা কারণে ভুলভাল অফসাইডের জন্য গোকুলামের একটি গোল বাতিল হয়ে যায়। তারপর রেফারের সাথে একটু কথা কাটাকাটির জন্যই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গোকুলাম এর ফুটবলারকে। এর ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে দশজনে হয়ে যায় গোকুলাম।
তবে দশ জনের গোকুলামকে পেয়েও খুব একটা সুযোগ কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে গোকুলামই বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। ম্যাচের একেবারে শেষ লগ্নে ফের রেফারির বাজে সিদ্ধান্তের জন্য পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। সেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায় সদ্য দলে যোগ দেওয়া স্প্যানিশ ফুটবলার পেরেজ। খেলা শেষ হয় 1-1 ফলাফলে।