যাত্রীদের চাপ কমাতে অভিনব সিদ্ধান্ত নিল পূর্ব রেলের, হাওড়া থেকে চলবে ‘ক্লোন ট্রেন”

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে লকডাউনের জেরে করোনার প্রভাব কিছুটা কমলেও এখনও রেল চলাচলের অনুমতি দেয়নি রাজ্য সরকার। যার জেরে এখনও স্পেশাল ট্রেনের অপেক্ষাতেই দিন কাটছে নিত্যযাত্রীদের। যদিও আমজনতার সকলের স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি নেই। তবে এই মুহূর্তে আশু সমাধান না মিললেও ট্রেনের ভিড় কমাতে এবার অভিনব সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)।

পশ্চিমবঙ্গে বিশেষত লোকাল ট্রেনের ক্ষেত্রে বেশকিছু লাইনে ভিড় থাকে অত্যন্ত বেশি। কারণ অবশ্যই ট্রেনের সংখ্যা। ট্রেনের সংখ্যা কম হওয়ায়, রোজ বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের। এবার তাদের জন্যই অভিনব এক পদ্ধতি শুরু করল রেল।

পূর্ব রেল সূত্রে খবর অনুযায়ী, যে সমস্ত লাইনে যাত্রীর চাপ অত্যন্ত বেশি এবার থেকে সেখানে পরিষেবা আরও ভালো করতে ‘ক্লোন ট্রেন’ (clone train) চালাবে রেল। কি এই ‘ক্লোন ট্রেন’? ক্লোন কথাটা আপনি নিশ্চয়ই শুনে এসেছেন বিভিন্ন কল্পবিজ্ঞানের সিনেমায়। এর অর্থ হলো হুবহু নকল। এবার পূর্ব রেল এমন কিছু ট্রেনের ব্যবস্থা করবে যার নম্বর এবং যাতায়াতের পথ হবে একদম এক। অর্থাৎ একটি ট্রেনের বদলে এবার একই নম্বরের দুটি ট্রেন পাবেন যাত্রীরা। যার জেরে ভিড় অনেকটাই কমবে।

Letter to Nabanna requesting to start local train

গোটা দেশের অনেক জায়গাতেই এখন এ ধরনের ক্লোন ট্রেন চালানো হয়। এবার হাওড়া শাখাতেও এ ধরনের ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পূর্ব রেল তরফে জানানো হয়েছে এই পরিষেবা শুরু হবে ৫ জুলাই। যদিও প্রাথমিকভাবে লোকাল ট্রেন নয়, বরং হাওড়া-ভাগলপুর রুটে চালানো হবে এই বিশেষ ট্রেন। বিহারের বাসিন্দাদের মধ্যে টিকিটের চাহিদা অত্যন্ত বেশি হওয়ায় প্রথম সেখান থেকেই এই পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। তবে জানানো হয়েছে এই পরীক্ষা সফল হলে আগামী দিনে এধরনের ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে তারা।

 


Abhirup Das

সম্পর্কিত খবর