বাংলা হান্ট ডেস্ক: তারকেশ্বরের (Tarakeshwar) শ্রাবণী মেলা (Sraboni Mela ) উপলক্ষে এবার যাত্রীদের জন্য দারুন উপহার নিয়ে হাজির ভারতীয় রেল (Indian Railways)। তারকেশ্বরের (Tarakeshwar) শ্রাবণী মেলার উদ্দেশ্যে এখন বাড়ছে বিরাট ভক্ত সমাগম। আর পুণ্যার্থীদের জন্য তারকেশ্বরে (Tarakeshwar) আসার ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং আরামদায়ক পরিবহন মাধ্যম হল রেলপথ। তাই সড়ক পথের পরিবর্তে রেল পথেই ট্রেনে চেপে তারকেশ্বরে ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্তরা।
তারকেশ্বরের (Tarakeshwar) শ্রাবণী মেলা উপলক্ষে ৮ জোড়া স্পেশাল ট্রেন
তাই এবার ভিড় বাড়তেই দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একগুচ্ছ নতুন স্পেশাল লোকাল ট্রেন চালানো শুরু করেছে পূর্ব রেল (Eastern Rail)। এতে একদিকে যেমন রেলের বাড়তি আয় হচ্ছে, তেমনি যাত্রীদের সফর হচ্ছে আরও বেশি আরামদায়ক। তাই আর ভীড়ে ঠাসাঠাসি করে কিংবা দৌড় ঝাঁপ করে ট্রেন ধরতে হচ্ছে না কাউকেই।
জানা যাচ্ছে, তারকেশ্বরের এই শ্রাবণী মেলার বিশেষ দিনগুলির জন্যই হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে অতিরিক্ত ৪ জোড়া এবং শেওড়াফুলি তারকেশ্বরের মধ্যে অতিরিক্ত ৪ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
আসলে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থী বিশেষ করে যারা অন্য শহর, জেলা এবং ভিন রাজ্য থেকে আসছেন তাঁরা যাতে মন্দির দর্শন করে দ্রুত বাড়ি ফিরতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানা যাচ্ছে, চলতি বছরে শ্রাবণী মেলায় তারকেশ্বরের মোট যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৯.৩৫ শতাংশ। আর বাড়তি টিকিট বিক্রির ফলে রেলের মোট আয়ও বেড়েছে ১০৭.৭৭ শতাংশ।
আরও পড়ুন: হাসিনা বিদায় নিতেই, মন্ত্রিত্বের দাবিতে সরব বাংলাদেশের হিরো আলম
আর শুধু বাড়তি ট্রেনই নয় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য আরও একাধিক উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। জানা যাচ্ছে অতিরিক্ত ট্রেন চালানোর পাশপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য তারকেশ্বর স্টেশনে রেলের পক্ষ থেকে করা হয়েছে বিশেষ বন্দোবস্ত।
আর এই কারণে ইতিমধ্যেই খোলা হয়েছে অতিরিক্ত ইউটিএস কাউন্টার। এছাড়া ভিড়ের সময় আরপিএফ এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টের কর্মীরা যাত্রীদের ট্রেনে ওঠা – নাম করতেও সাহায্য করছেন। তাছাড়া নিয়ন্ত্রণ করছেন স্টেশনে ভিড়-ও। রাখা হয়েছে অতিরিক্ত টিকিট চেকিং স্টাফ, আরপিএফ ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীদের-ও। এমনকী প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স।