বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে কেন্দ্রীয় সরকার রেল পরিষেবায় যাত্রীর স্বাচ্ছন্দ উন্নত করার চেষ্টা চালাচ্ছে। রেলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের জন্য নানারকম পসার সাজাচ্ছে ভারতীয় রেল। ইতিমধ্যেই বিভিন্ন লোকাল ট্রেনে শুরু হয়েছে যাত্রী ঘোষণা বিষয়ক ব্যবস্থা। ট্রেনটির প্রধান গন্তব্য স্থল, কোথা থেকে ছাড়া হচ্ছে ও পরবর্তী স্টেশন কোনটি এই বিষয়ে ঘোষণা করা হয় এই ব্যবস্থায়। এবার লোকাল ট্রেনে যাত্রী মনোরঞ্জনের জন্য টিভি বসানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সূত্রের খবর, আগামী সোমবার থেকে ট্রেনের কামড়ায় বসানো হচ্ছে এলইডি টিভি।
উল্লেখ্য ভারতের মেট্রোর ট্রেন গুলিতে যাত্রী সুবিধার্থে স্টেশনের নাম ঘোষণা করা হয়। এর পাশাপাশি মেট্রো স্টেশন গুলিতে থাকে টিভির ব্যবস্থা। অনেকটা সেই পথে হেঁটেই লোকাল ট্রেনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে রেল কর্তৃপক্ষ। আপাতত পূর্ব রেল বিভাগের হাওড়া -বর্ধমান শাখার কিছু লোকাল ট্রেনে বসানো হবে এই এলইডি টিভি। এরপর ধীরে ধীরে আরো ৫০ টি লোকাল ট্রেনে এলইডি টিভি বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন,”লোকাল ট্রেনের প্রতিটি কামড়ায় চারটি করে ২৮ ইঞ্চি এলইডি টিভি বসানো হবে। এর জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বেসরকারি সংস্থার অনুষ্ঠান চালানো হবে ৭০ শতাংশ হারে। বাকি ৩০ শতাংশ থাকবে রেলের তথ্য সম্বলিত খবর। তবে মূল অনুষ্ঠান গুলি হবে যাত্রীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে।”
কি ধরনের অনুষ্ঠান থাকবে এতে? রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরের স্টেশন কোনটা অথবা ট্রেনটি গন্তব্য স্টেশন কোথায়, এই বিষয়ে অনুষ্ঠান সম্প্রচারিত করা হবে টিভিতে। রেল সূত্রের খবর, এই প্রজেক্টটি থেকে পূর্ব রেলের বছরে আয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা। একটি বেসরকারি সংস্থার সাথে ৫ বছরের জন্য এই অনুষ্ঠানের বিষয়ে চুক্তি করেছে পূর্ব রেল। অর্থাৎ পাঁচ বছরে এই প্রজেক্ট এর মাধ্যমে পূর্ব রেলের আয় হবে প্রায় আড়াই কোটি টাকা।