বাংলাহান্ট ডেস্ক : রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ। সারা মাস জুড়েই এবার ট্রেনে যাতায়াতকারী ব্যক্তিরা সমস্যায় পড়বেন বলেই অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই, পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনে (Howrah Division) একাধিক লোকাল (Local Trains) বাতিল (Cancellation) হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। আর এই শহরতলীর লাইফলাইন লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণের ফলে প্রথম দিন থেকেই চরম সমস্যা তৈরী হবে।
জানা গিয়েছে, হাই স্পিড ট্রেনের জন্য ওভারহেড ইকুইপমেন্টের ট্র্যাক পরিবর্তন এবং আপগ্রেড করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের তরফে তৎপরতা শুরু হয়েছে। ফলে, সারা মাসজুড়েই লিলুয়া-বর্ধমান শাখায় কাজ চলবে। সেই কারণেই হাওড়া ডিভিশনে ইমু লোকাল ট্রেন ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ওই রুটের অন্যান্য লোকাল ট্রেনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের পক্ষ থেকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। টানা এক মাস লিলুয়া-বর্ধমান শাখার আপগ্রেডেশনের জন্য নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়লেও রেল আধিকারিকদের আশা, কাজ শেষ হয়ে গেলে এই অংশে ট্রেনের গতি অনেকটাই বেড়ে যাবে।
চলুন, এ বার দেখে নেওয়া যাক লিলুয়া-বর্ধমান শাখার বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকা…
১) হাওড়া থেকে 37611, 37815, 37343, 36071, 37011, 36825, 36085-এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
২) পাণ্ডুয়া থেকে চলবে না 37614 ট্রেনটি।
৩) সারা মাস বন্ধ থাকছে বর্ধমান থেকে 37834, 37840 এই দুটি ট্রেন ।
৪) 37354 ট্রেনটি বাতিল করা হয়েছে তারকেশ্বর থেকে।
৫) গুরাপ থেকে চলবে না 36072 এই ট্রেনটি।
৬) শ্রীরামপুর থেকে বাতিল করা ট্রেনটি হল 37012 আর মাসগ্রাম থেকে 36086 ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।