শত অভিযোগ সত্বেও ভরল রাজকোষ, প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ রেকর্ড আয় ছুঁল পূর্ব রেল

বাংলা হান্ট ডেস্ক : পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে নজির তৈরি করল পূর্ব রেল (Eastern Railway)। রেল (Indian Railways) সূত্রে খবর ২০২৩-২৪ অর্থবর্ষে প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ যে আয় হয়েছে তা এর আগে কখনও হয়নি। রেল বলছে, গতবছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়েছে এবছরের আয়। এটা থেকেই প্রমাণ হয় যে, আম জনতা রেলের উপর কতটা ভরসা রাখেন। জানেন এবছরের আয় কত?

রেল বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কেবলমাত্র প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ পূর্ব রেল আয় করেছে ৩৬০০ কোটি টাকা। রেল জানিয়েছে, এই বিপুল আয় এসেছে কেবলমাত্র সাবার্বান প্যাসেঞ্জার সার্ভিস থেকেই। শোনা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ১১৫১ মিলিয়ন প্যাসেঞ্জার রেলপথে যাত্রা করেছে। যারমধ্যে সাবার্বান যাত্রী রয়েছে ৯৬৫ মিলিয়ন।

   

সাবার্বানের পাশাপাশি বেড়েছে নন সাবার্বান যাত্রী সংখ্যাও। রিপোর্ট বলছে, গত বছরের তুলনায় এবছর প্রায় ৯% যাত্রী বেড়েছে। তবে মজার বিষয় হল, গত একমাসে রাজ্যের অধিকাংশ স্কুল কলেজ বন্ধ থাকার কারণে যাত্রী সংখ্যা কমার কথা। কিন্তু যাত্রী তো কমেইনি উল্টে বেড়েই চলেছে। রিপোর্ট অনুযায়ী, কেবলমাত্র এপ্রিলেই ১০৭৩ কোটি আয় করেছে পূর্ব রেল।

একই সাথে রেল এটাও জানাচ্ছে যে, এই বিরাট রেকর্ড সম্ভব হয়েছে তার পেছনে অত্যাধুনিক টিকিট কাটার ব্যবস্থাও দায়ী। আজকের দিনে বহু জায়গায় টিকিট ভেন্ডিং মেশিন রাখা হয়েছে। একই সাথে ইউটিএস-র ব্যবহারও আজকাল প্রচুর। সেই সাথে বিনা টিকিটে যাতায়াত করার প্রবণতাও মানুষের মধ্যে অনেকটাই কমেছে। এইসব কারণেই এই রেকর্ড সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর