‘ছুটির মুডে’ পূর্ব রেল! হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল অজস্র ট্রেন, ভোগান্তি এড়াতে লিস্টটা দেখুন

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার বাংলা সহ গোটা দেশে পালিত হবে রঙের উৎসব দোলযাত্রা। রঙের উৎসব উপলক্ষে মেতে উঠবে ৮ থেকে ৮০ সবাই। তবে হোলির দিন হাওড়া-শিয়ালদহ ডিভিশনে শতাধিক ট্রেন (Train) বাতিল করে রীতিমত ‘হলিডে মুডে’ পূর্ব রেল। পূর্ব রেলের (Eastern Railway) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শুক্রবার হাওড়া-শিয়ালদহ ডিভিশনে দিনভর বাতিল থাকতে চলেছে অজস্র ট্রেন।

বহু ট্রেন (Train) বাতিল

দোল যাত্রা উপলক্ষ্যে স্কুল-কলেজ-অফিস ছুটি থাকলেও, অন্যান্য কাজে যারা ট্রেন সফর করার পরিকল্পনা করেছেন তারা নিঃসন্দেহে ভোগান্তির শিকার হবেন আগামীকাল। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখা ও মেইন লাইনে আগামীকাল বাতিল থাকতে চলেছে অজস্র লোকাল ট্রেন (Local Train)। বিশেষ করে সকাল বেলার দিকে বাতিল করা হয়েছে বিপুল সংখ্যক লোকাল।

আরও পড়ুন : বাংলার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে উপকৃত প্রায় ৯ কোটি, কোন রোগে কত প্যাকেজ? জেনে নিন

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ-বর্ধমান শাখায় আগামীকাল বাতিল করা হয়েছে একজোড়া লোকাল ট্রেন। পাশাপাশি, শিয়ালদহ- রানাঘাট শাখায় রেলের তরফ থেকে বাতিল ঘোষণা করা হয়েছে মোট চার জোড়া লোকাল ট্রেন। একই সাথে, রানাঘাট-গেদে শাখায় ৮টি, শিয়ালদহ-গেদে শাখায় ৩টি, রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে ২টি লোকাল ট্রেন যাত্রী পরিষেবা থেকে বিরত থাকবে আগামীকাল।

আরও পড়ুন : ডবল নয়, এবার “ট্রিপল ধামাকা”! TRP ধরতে তিন তিনজন নায়িকার এন্ট্রি এই সিরিয়ালে

পাশাপাশি, আগামীকাল শুক্রবার দোলযাত্রার দিন বাতিল থাকতে চলেছে রানাঘাট-বনগাঁ, শিয়ালদহ-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, শিয়ালদহ- নৈহাটি , বারাসত-বনগাঁ, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, ডানকুনি রুটের একাধিক ট্রেন। শিয়ালদহ দক্ষিন শাখায় বাতিল করা হয়েছে শিয়ালদহ-বারুইপাড়া, ডায়মন্ড হারবার, বিবাদী-বাগ, সোনাপুর, ক্যানিং, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল।

অন্যদিকে, হাওড়া ডিভিশনে আগামীকাল বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইনে তিনটি আপ ট্রেন ও ডাউনের দুটি ট্রেন (Train)। হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে বাতিল হতে চলেছে তিন জোড়া ট্রেন। পাশাপাশি, হাওড়া-ব্যান্ডেল শাখার মেইন লাইনে চার জোড়া ও ডাউন লাইনে বাতিল করা হয়েছে সাতটি ট্রেন।

Eastern Railway Many train Cancellation

অন্যদিকে, রঙের উৎসবের দিন একাধিক আপ ও ডাউন লাইনের ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর, বর্ধমান-কাটোয়া শাখায়। পাশাপাশি, রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত টিকিট কাউন্টার আগামীকাল সকাল ৮ টার পরিবর্তে খুলবে দুপুর ২টোয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর