বাংলাহান্ট ডেস্ক: জানুয়ারিতেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। ভিড়ে ঠাসাঠাসি গঙ্গাসাগর মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, এবার তার প্রস্তুতি শুরু করে দিল পূর্ব রেল (Eastern Railway)। শিয়ালদা স্টেশনের (Sealdah Station) ডিআরএম কনফারেন্স রুমে শনিবার উচ্চ পর্যায়ের এক বৈঠকের আয়োজন করা হয়।
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে অভাবনীয় পদক্ষেপ পূর্ব রেলের (Eastern Railway)
মেলা চলাকালীন জনসমাগম কিভাবে সামলানো যাবে এবং তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিভাবে নেওয়া হবে সেই সংক্রান্ত আলোচনা করেন পূর্ব রেলের (Eastern Railway) আধিকারিকরা। গঙ্গাসাগর মেলার জন্য ৭২ টি বিশেষ ট্রেন (Train) চলবে আগামী ১২ থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত। যদিও ট্রেনের তালিকা এখনও প্রকাশিত হয়নি।
পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে প্রতিটি স্টেশন সহ- পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্পেশাল ট্রেনের পরিষেবা সংক্রান্ত বিষয়ে ঘোষণা করা হবে বলে খবর। মেলার (Gangasagar Mela) ভিড় সামাল দিতে অতিরিক্ত রেক থাকবে প্রস্তুত। মে আই হেল্প ইউ বুথ খোলা হবে শিয়ালদা দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলিতে। মোতায়েন থাকবে বিশেষ আরপিএফ বাহিনী।
আরোও পড়ুন : ‘সারারাত জেগে কাজ করুন…’ পার্থর বিরুদ্ধে চার্জগঠন নিয়ে বিচারকের ভর্ৎসনার মুখে ED
চালু করা হবে বিশেষ হেল্প লাইন নম্বর। জরুরী পরিস্থিতিতে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ফোন নম্বরের একটি তালিকা দেওয়া হবে। হেল্পলাইন নম্বর। জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রকাশ করা হবে গুরুত্বপূর্ণ ফোন নম্বরের একটি তালিকা। রেলের তরফ থেকে সিভিল ডিফেন্স, স্কাউট এমনকি সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হবে বলে জানা গেছে।
আরোও পড়ুন : ফের মাস্টারপ্ল্যান কেন্দ্রের! টার্গেট এবার Kolkata Airport!কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন…..উচ্ছ্বসিত বঙ্গবাসী
গঙ্গাসাগর মেলা চলাকালীন সময়ে প্রধান স্টেশন সহ আশেপাশের এলাকা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উপযুক্ত আলোর বন্দোবস্ত নিশ্চিত করা হবে। সবকিছুর পাশাপাশি সবচেয়ে যেটা প্রয়োজনীয়তা হল পানীয় জল। পানীয় জলের ব্যবস্থাও থাকবে পর্যাপ্ত পরিমাণে। কাকদ্বীপে পাঁচটি এবং নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে।
অতিরিক্ত বুকিং ক্লার্ক নিয়োজিত হবেন। মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স রাখা হবে শিয়ালদা, কাকদ্বীপ এবং নামখানায়। যাত্রী নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে শিয়ালদায় ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা রাখা হচ্ছে মেলা শুরুর আগে থাকতেই। ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচলে ব্যাঘাত যাতে না ঘটে সেই জন্য, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদায় সময় থাকবে টাওয়ার ওয়াগন।