বাংলাহান্ট ডেস্ক : পূর্ব রেল (Eastern Railway) বাংলার ২৬ টি জায়গায় এমন কিছু রুম তৈরি করেছে যেখানে গেলে ফাইভ স্টার হোটেলের অনুভূতি পাওয়া যাবে। সেই রুমগুলিতে একদিকে রয়েছে যেমন বিলাসবহুল আসবাবপত্র, অন্যদিকে রয়েছে একাধিক আধুনিক সুবিধা। এমনকি এই রুমগুলোতে থাকছেন ম্যাসাজের ব্যবস্থাও।
পূর্ব রেলের (Eastern Railway) অভাবনীয় উদ্যোগ এই স্টেশনগুলোয়
হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদা ডিভিশনের বেশ কিছু স্টেশনে (Railway Station) পূর্ব রেলের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর, এইরকম মোট ২৬ টি লবি রয়েছে। জানা যাচ্ছে, এই ধরনের লবি আগেও ছিল। তবে তাতে এখনকার মতো ফাইভ স্টার হোটেলের সুবিধা থাকত না।
আরোও পড়ুন : চাকরির সুযোগ দিচ্ছে IRCTC, শূন্যপদ থাকছে ৩৭টি! কোন কোন বিভাগে নিয়োগ হবে জানেন?
তবে বিভিন্ন স্টেশনের যে ২৬ টি লবিকে ফাইভ স্টার হোটেলের পর্যায়ে রূপান্তরিত করা হয়েছে সেগুলি অবশ্য যাত্রীদের ব্যবহারের জন্য নয়। মূলত ট্রেন ম্যানেজার, মোটরম্যান, গার্ড, অন্যান্য রানিং স্টাফরা, লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের বিশ্রামের জন্য এই লবিগুলি প্রস্তুত করা হয়েছে।
আরোও পড়ুন : তেলাপিয়া খেলেই ক্যান্সার! এই খবর ছড়ালেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মমতার, আপনি করেন নি তো?
সাম্প্রতিক অতীতে একের পর এক ট্রেন দুর্ঘটনায় উঠে এসেছে পাইলট ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার মতো গুরুতর অভিযোগ। এবার রেল ট্রেন কর্মচারীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য এমন অভাবনীয় উদ্যোগ নিল। এই লবিগুলিতে যেমন একদিকে রয়েছে বিশ্রাম নেওয়ার জায়গা, তেমনই রয়েছে শীততাপনিয়ন্ত্রিত যন্ত্র। ম্যাসাজ রুম, মেডিটেশন রুম, রিডিং রুমের মতো একাধিক সুবিধাও থাকছে এখানে।
পূর্ব রেল (Eastern Railway) হাওড়া ডিভিশনের হাওড়া, বর্ধমান, আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনে, শিয়ালদা ডিভিশনের শিয়ালদা, কলকাতা, দমদম, নৈহাটি এবং রানাঘাট স্টেশনে, আসানসোল ডিভিশনের আসানসোল, মধুপুর এবং দুমকা স্টেশনে, মালদা ডিভিশনের ভাগলপুর, জামালপুর, সাহেবগঞ্জ এবং মালদা টাউন স্টেশনে নতুনভাবে সাজিয়ে তুলেছে লবিগুলিকে।