দুর্দান্ত খবর! এবার ঝড়ের গতিতে ছুটবে ট্রেন, রাজ্যের বহু লাইনেই বাড়ছে এক্সপ্রেসের স্পিড, জানাল রেল

বাংলাহান্ট ডেস্ক : বেশ কয়েকটা দূরপাল্লার ট্রেনের গতি বৃদ্ধি হতে চলেছে বাংলার বুকে। এবার পূর্বের তুলনায় আরও দ্রুত পৌঁছাবেন গন্তব্যস্থলে। তেমনই জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। কিছু দূরপাল্লার ট্রেনের গতি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টার পরিবর্তে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা করা হবে বলে খবর। এই সকল ট্রেনগুলির যাত্রার গড় গতিবেগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে, যাত্রার সময়ও কমবে।

বড়সড় ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway)

খুব শীঘ্রই ট্রেনের গতি বাড়ানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। সম্প্রতি পূর্ব রেলের বেশ কয়েকটি রুটের দূরপাল্লার ট্রেন গুলিতে যুক্ত করা হয়েছে এলএইচবি কোচ। ফলস্বরূপ উচ্চ গতিতে ট্রেন চললে যাত্রীদের কোনো সমস্যায় পড়তে হবে না বলে মনে করছে পূর্ব রেল। তার পরিবর্তে যাত্রা পথ হবে আরও মসৃণ। এই কোডগুলি আধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে যা যাত্রীদের জন্য আরও আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করবে।

আরোও পড়ুন : বলিউড টপকে টলিউডে এল আম্বানি পুত্রের বিয়ের কার্ড! বাংলা থেকে নিমন্ত্রণ পেলেন ‘এই’ নায়িকা

লম্বা হালকা এবং উচ্চগতির জন্য উপযুক্ত এই কোচগুলি। ইতিমধ্যেই পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে প্রথম পর্যায়ে যে সকল ট্রেনের গতি বৃদ্ধি করা হবে তার তারিখ প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী,২২টি এলএইচবি কোচ যুক্ত করা হয়েছে আপ-ডাউন আসানসোল-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সাপ্তাহিক) এক্সপ্রেসে। পাশাপাশি থাকছে এফআইএটি কামরা। এবার ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে ছুটবে এই ট্রেন।

Eastern Railway made a big announcement for passengers

দুর্গ-আড়া এক্সপ্রেস, পুরী-জয়নগর (সাপ্তাহিক) এক্সপ্রেস, টাটানগর-জসিডি এসএফ এক্সপ্রেস,  সম্বলপুর-পটনা এসএফ এক্সপ্রেস, পুরী-পটনা বৈদ্যনাথধাম এক্সপ্রেস রয়েছে সেই তালিকায় বলে জানিয়েছে পূর্ব রেল। এছাড়াও, ২২টি এলএইচবি এবং একটি এলভিপিএইচ কোচ যুক্ত করা হবে আপ-ডাউন কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। তাই এই ট্রেনের প্রতি ঘন্টায় গতিবেগ ১১০ কিলোমিটার করা হবে। কলকাতা গোরক্ষপুর এক্সপ্রেস এর ট্রেনের গতি বাড়ছে বলে খবর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর