লকডাউনে এই তিন কাজই বারবার করে চলেছেন ঋতাভরী, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ঋতাভরী চক্রবর্তী (ritabhari chakrabarty), নামটা শুনলেই যেকোনও পুরুষের হৃদয়ে ঝড় উঠতে বাধ্য। কেরিয়ারের শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে। ওই একটা ধারাবাহিকই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনয় দক্ষতা ছিলই। তার দোসর হয় অসাধারন সুন্দর ফিগার। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে ধারাবাহিকে আর কাজ না করলেও পাড়ি দিয়েছেন বলিউডে। অভিনয় করেছেন একটি শর্ট ফিল্মে। পাশাপাশি বিজ্ঞাপনে মুখ দেখানো তো রয়েছেই।

Ritabhari Chakraborty 1
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন ঋতাভরী। মাঝে মাঝেই নানা ফটোশুটের ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্য। এবার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। কোয়ারেন্টাইনে কেমন কাটছে তাঁর জীবন তার ঝলক দিতেই এই ভিডিওটি করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B_UdtmvHN3A/?igshid=1unjg09soahya

ভিডিওতে দেখা যাচ্ছে বই পড়ছেন ঋতাভরী। কখনও আবার খাচ্ছেন নাহলে ঘুমাচ্ছেন। এইভাবেই কাটছে তাঁর লকডাউন জীবন। বোঝাই যাচ্ছে গৃহবন্দি অবস্থায় নেহাত মন্দ নেই তিনি।

https://www.instagram.com/p/B_e2317HFzC/?igshid=t54t9slkvz3z

প্রসঙ্গত, শুটিং বন্ধ থাকায় এখন বাড়ির বাইরে ফটোশুটও বন্ধ রয়েছে ঋতাভরীর। তবে তাতে তিনি দমেননি এক ফোঁটাও। বাড়িতেই দিব‍্যি ফটোসেশন শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজেও সেলফি তুলে পোস্ট করছেন অনুরাগীদের জন‍্য।

https://www.instagram.com/p/B_pLb0DHakk/?igshid=1n37yr77ccz5j

বাড়িতে বসে কখনও বই পড়ছেন, কখনও ঘর গোছাচ্ছেন আবার কখনও পোষ‍্যদের নিয়ে খেলছেন অভিনেত্রী। এভাবেই সময় কাটছে তাঁর। অন‍্যদেরও এই সময়টা বাড়িতেই থাকতে অনুরোধ করেছেন ঋতাভরী।

https://www.instagram.com/p/B-Z8k7unKg_/?igshid=e4iwbbwjh58j

এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে দেখা গিয়েছিল ঋতাভরীকে। ছবিতে একজন মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ঋতাভরীকে। এর আগে বলিউডে কালকি কোয়েচলিনের সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করেছেন তিনি। আয়ুষ্মান খুরানার সঙ্গে মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর