দীর্ঘ ৪০ বছর ধরে কাঁচ খাওয়ার এক আইনজীবী

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই এমন ধরনের খাবার খায় যা কেউ খেতে পারে না কিন্তু বলে দীর্ঘ ৪০ বছর ধরে কাঁচ খাওয়ার কথা ভাবতে পারেন না। এরকম ই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। এক আইনজীবী নাম দয়ারাম সাহু ৪০ বছর ধরে কাঁচ খাচ্ছেন।

Screenshot 2019 09 20 21 01 50 204 com.google.android.googlequicksearchbox

   

তার এই অভ্যেস খারাপ বলে মানলেও জানালেন গত চার দশকের বেশি সময় ধরে এটাই একমাত্র নেশা তাঁর ৷ আর এর প্রভাবে তার দাঁতের পাশাপাশি প্রভাব পড়ছে শরীরের উপরেও।

একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন,”৪০ বছর ধরে এটাই আমার নেশা। কাঁচ খাওয়ার জন্য আমার দাঁতের খুব ক্ষতি হচ্ছে। আগে অনেক বেশি কাচ খেলেও এখন কমিয়ে দিয়েছি। নেশার জন্য আমি নিজে কাচ খেলেও বাকিদের এটা করতে বারণই করবো। আমি নিছক মজার ছলেই খেয়েছিলাম তবে প্রথমবার কাঁচ খাওয়ার পরে আমার বেশ ভালই লেগেছিল। কিন্তু তারপর ধীরে ধীরে এটা নেশাতে পরিণত হয়ে যায়”।

শাহাপুরের সরকারী হাসপাতালের ডক্টর সাতেন্দ্র পারাস্তে জানিয়েছেন,”এমন চেষ্টা করাও উচিত নয়। এর ফলে শরীরের ভেতরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।যেহেতু কাঁচ হজম করা যায় না তাই শরীরের ভেতরে গেলে এটা ক্ষতি করতে পারে। শরীরের ভেতরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতেও পারে। যার ফলে ঘা হয়ে যেতে পারে”।

সম্পর্কিত খবর