বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য রাজনীতিতে শীতলকুচি (Sitalkuchi)গুলি কাণ্ডে তরজা অব্যহত। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে উষ্কানীমূলক মন্তব্যের জেরে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল তৃণমূল নেতৃত্বরা।
তবে ওই শীতলকুচি কাণ্ডে বিজেপি নেতা রাহুল সিনহার নির্বাচনী প্রচারে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি রাজ্য গেরুয়া শিবিরের (BJP) প্রধান দিলীপ ঘোষকে শোকজ নোটিস ধরিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। তাঁতে বুধবার সকাল ১০ টার মধ্যে জবাব তলব করেছিল কমিশন। তবে সেই জবাব দেওয়ার পরও রেহাই মিলল না দিলীপ ঘোষের।
শীতলকুচি গুলি কাণ্ডে আপত্তিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নির্বাচনী প্রচারে ২৪ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করল কমিশন। উল্লেখ্য, গত ১১ এপ্রিল শীতলকুচি নিয়ে মুখ খুলে দিলীপ ঘোষ করেছিলেন ‘বিতর্কিত’ মন্তব্য। সেদিন তিনি একরকম হুমকির সুরেই বলেছিলেন, ‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে’। তাঁর এই মন্তব্য নিয়েই কমিশনে নালিশ জানিয়েছিল শাসকদল তৃণমূল। তারপরই দিলীপ ঘোষকে নোটিস ধরায় নির্বাচন কমিশন।
পাশাপাশি, শীতলকুচি গুলি কাণ্ডের পরের দিন বিজেপি প্রার্থী পার্নো মিত্রের হয়ে প্রচারে গিয়ে দিলীপ ঘোষ এও বলেছিলেন যে, ‘দুষ্টু ছেলেরাই গতকাল শীতলকুচিতে গুলি খেয়েছে। দুষ্টু ছেলেরা আর বাংলায় থাকবে না’। দিলীপ ঘোষের এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তারপরই আজ কমিশনের তরফে তাঁর নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।