নির্বাচনের আগে আরও কড়া হল কমিশন, রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ থেকে সরানো হল বীরেন্দ্রকে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে আরও কড়া হল কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার হওয়ার পরপরই রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলার পদ থেকে সরানোর হয়েছিল জাভেদ শামিমকে। আর এবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ থেকে বীরেন্দ্রকেও অপসারণ করল কমিশন।

এছাড়াও তৃণমূলের প্রার্থী স্বামী হওয়ার সুবাদে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার পদ থেকে IPS সৌম্য রায়কেও সরাচ্ছে কমিশন। প্রাপ্ত খবর অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলেই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরাল কমিশন। ডিজি বীরেন্দ্রর জায়গায় আনা হয়েছে ১৯৮৭ ব্যাচের এই আইপিএস অফিসার নীরজনয়ন পাণ্ডেকে। আগামীকাল সকাল ১০ টার মধ্যে তিনি নীরজনয়ন পাণ্ডে দায়িত্ব সামলাবেন।

বিরোধীরা বারবার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। এমনকি রাজ্যপাল জগদীপ ধনকড়ও রাজ্যের পুলিশকে কোনও দলের প্রতিনিধির মতো আচরণ না করে নিরপেক্ষ থাকার বার্তা দিয়েছিলেন। আরেকদিকে, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে অনেকেই মমতার ‘ইয়েস ম্যান” বলে থাকেন। আর এই কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

সম্পর্কিত খবর

X