তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর স্বামীর বিরুদ্ধে কড়া অ্যাকশন কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের প্রার্থী তালিকায় চমকপ্রদ ভাবে জায়গা করে নিয়েছিলেন টলি অভিনেত্রী লাভলি মৈত্র। এরপরই বিজেপি অভিযোগ করে বলে যে, একজন IPS অফিসারের স্ত্রী কীভাবে নির্বাচনে প্রার্থী হয়? লাভলি মৈত্রর বিরুদ্ধে কমিশনেও নালিশ জানায় বিজেপি। এরপরই তৎপর হয় কমিশন।

একুশের নির্বাচনে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায়কে গ্রামীণ হাওড়া জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সুত্রের খবর অনুযায়ী, লাভলি মৈত্রর স্বামী সৌম্য রায়কে ইতিমধ্যে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর নিকট আত্মীয় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন না। আর সেই কারণেই সৌম্য রায়কে পদ থেকে সরাতে তৎপর হয়েছে কমিশন।

কমিশনের তরফ থেকে আরও বলা হয়েছে যে, প্রথম দফার ভোটে প্রতিটি বুথই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে। তাই প্রথম দফার ভোটের জন্য নিযুক্ত হবে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। ৪৯৫ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে বলে জানা গিয়েছে। দরকার পড়লে আরও বাহিনী এনে শান্তিপূর্ণ ভোট করাবে কমিশন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর