মহাকুম্ভে জনজোয়ার! মালামাল হওয়ার পথে উত্তরপ্রদেশ, কত হবে আয়? জানলে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্কঃ ১৪৪ বছর পর আবার ২০২৫ সালে দেখা মিলল মহাকুম্ভের (Kumbh Mela)। গবেষকদের অনুমান অনুযায়ী আমেরিকা ও রাশিয়ার মতো দেশের জনসংখ্যার চেয়ে বেশি জমায়েত হতে পারে এই উত্তরপ্রদেশের প্রয়োগরাজের মহাকুম্ভে। এই মেলায় দেশ-বিদেশের বহু পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন।

১৪৪ বছর পর ফিরল কুম্ভমেলা (Kumbh Mela):

হিন্দু শাস্ত্র অনুযায়ী, প্রত্যেক ১৪৪ বছর পর আসে মহাকুম্ভ (Kumbh Mela) এবং তার মধ্যে ৪ বছরে হয় কুম্ভ, ৬ বছরে অর্ধ কুম্ভ এবং ১২ বছরে পূর্ণ কুম্ভ। অর্থাৎ এর থেকে বোঝা যায় এই ১৪৪ বছরের মহাকুম্ভর সংযোগ হল অতি বিরল এবং কুম্ভ মেলায় উপস্থিত থাকা সকল সাধু সন্তদের মতে ২০২৫ সালের এই মহাকুম্ভর পবিত্র তিথি আর কোনদিনও দেখা মিলবে না।

Economic development of Uttar Pradesh through Kumbh Mela

বিশ্ববাসীর পাশাপাশি ভারতবাসীর কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল এই মহাকুম্ভের মেলায় (Kumbh Mela) স্টিভ জোবসের স্ত্রীকেও যুক্ত হতে দেখা যায় সম্পূর্ণ গেরুয়া পোশাকে। শুধু তাই নয় তাঁকে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতেও দেখা গিয়েছে। পাশাপাশি কুম্ভ মেলার শুরুতে অর্থাৎ পূর্ণিমার দিন সেই পবিত্র তিথিতে তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন। সেইসাথে তিনি নিজের নাম লরেন পাওয়েল থেকে কমলায় পরিবর্তিত করেন।

আরও পড়ুনঃ  মধ্য কলকাতায় আর কোনও কর্মসূচির অনুমতি আমি দেব না, মানুষের ভোগান্তি হয়: বিচারপতি ঘোষ 

কুম্ভমেলা থেকে কত আয় হচ্ছে: মহাকুম্ভের কারণে উত্তরপ্রদেশের অর্থনৈতিক দিক থেকে প্রায় ২ লক্ষ কোটি টাকার আয় হতে পারে, এই বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০১৯ সালের প্রয়াগরাজের অর্ধ কুম্ভ মেলায় মূল আয় ১২ লক্ষ কোটি টাকা এবং বর্তমান ২০২৫ সালে প্রায় ৪০ কোটির চেয়েও অধিক ভক্তর সমাবেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আগের বছরের থেকেও এ বছর ২০২৫ সালে ২ লক্ষ কোটি টাকার আয় ধরা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই মহাকুম্ভের মেলা (Kumbh Mela) থেকে।

প্রতিবেদনটি লিখেছেন – অয়ন চ্যাটার্জি

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর