এবার চিনের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত! আতংকিত ড্রগনের দেশ, কী রয়েছে মোদির পরিকল্পনা?

বাংলাহান্ট ডেস্ক : চিনা (China) আগ্রাসনের বিরুদ্ধে অদ্ভুত ভাবে নিস্পৃহ ভারত (India)। নরেন্দ্র মোদি তথা ভারত সরকারের নীরবতা বড় কিছু ইঙ্গিত করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, এবার ভাতে মারার পরিকল্পনা করছে ভারত। জানা যাচ্ছে, আসন্ন ২০২৩ – ২০২৪ অর্থবর্ষের বাজেটে চিনের বিরুদ্ধে খুব বড় কোনো পদক্ষেপ করতে চলেছে ভারতের অর্থ দফতর।

নিজের সম্প্রসারণ নীতিতে অনড় চিন। নিজের সীমান্তে অবস্থিত সমস্ত রাষ্ট্রের সঙ্গেই তার সীমা বিবাদ চলে আসছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত দিয়ে চিনের লাল ফৌজ আরও একবার ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। তবে ভারতীয় সেনার তৎপরতায় তা ব্যর্থ হয়। ভারত সরকার এবার চিনকে অর্থনৈতিক ভাবে জব্দ করার পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আসন্ন ২০২৩ – ২৪ এর বাজেটে।

জানা যাচ্ছে, আগামী বাজেটে চিন থেকে আমদানি করা পণ্যের পরিমান অনেকটাই কমবে। লাগাম টানা হবে চিনের উপর নির্ভরশীলতাতেও। নয়াদিল্লির দুই উচ্চপদস্থ আধিকারিক এমনই ইঙ্গিত দিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সরাসরি চিনে তৈরি হয় এমন দ্রব্যকে ভারতে ঢুকতেই দেওয়া হবে না। নিষিদ্ধ করা হতে পারে এই জাতীয় পণ্যকে। এটি চিনা অর্থনীতির উপর সার্জিক্যাল স্ট্রাইকেরই সমান। এমনই দাবি করছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

চিনা দ্রব্য বর্জন করে আরি একবার ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে উৎসাগ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই প্রথম নয়। এর আগে প্রায় ১০০ টি চিনা দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। ইতিমধ্যেই চিনের রপ্তানির বাজারে বেশ মন্দা দেখা যাচ্ছে। এর উপর আবার ভারত চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় তাহলে ড্রাগনদের অবস্থা বেশ শোচনীয় হবে বলেই দাবি বিশেষজ্ঞ মহলের। এই সঙ্গে উৎসাহ পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের পরিকল্পনা ‘আত্মনির্ভর ভারতও।’

Sudipto

সম্পর্কিত খবর