বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র তিনটে বছর। তারপরই জার্মানিকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত (India)! আর্থিক সংস্থা ‘মর্গান স্ট্যানলি’র রিপোর্ট সামনে আসতেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে জোড় আলোচনা। এই আর্থিক সংস্থার পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে ২০২৮ সালের মধ্যেই ভারতের আর্থিক বৃদ্ধির হার পৌঁছাতে চলেছে ৫.৭ লক্ষ কোটি ডলারে।
ভারতের (India) অর্থনীতির ভবিষ্যৎ
‘মর্গান স্ট্যানলি’র এহেন দাবি যদিও ‘অবিশ্বাস্য’ বলে দাবি করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই আর্থিক সংস্থা দাবি করছে, ভারত আগামী তিন বছরের মধ্যে পরিণত হতে চলেছে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে। বিশ্বে উৎপাদিত পণ্যের বিরাট পরিমাণ একটি অংশ বিক্রির আঁতুরঘর হয়ে উঠবে ভারত। দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে যা কাজ করবে অনুঘটকের মতো।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকের প্রশ্ন নিয়ে মারাত্মক কাজ! WBCHSE অভিযোগ জানাতেই গ্রেফতার দুই! কী অপরাধ জানেন?
২০২৩ সালে সাড়ে তিন লক্ষ কোটি ডলারে পরিণত হয়েছিল ভারতের অর্থনীতি (Indian Economy)। ধারণা করা হচ্ছে, আগামী বছর ভারতীয় অর্থনীতির আকার বৃদ্ধি পেয়ে পৌঁছাতে পারে ৪.৭ লক্ষ কোটি ডলারে। এই মাইল ফলক স্পর্শ করলেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত (India)।
আরও পড়ুন : এবারে মিটবে যুদ্ধবিমানের অভাব! অবশেষে ব্রহ্মাস্ত্র তৈরি করল ভারত, শত্রুদেশের ঘুম ওড়াবে “ঘাতক”
‘মর্গান স্ট্যানলি’র পূর্বাভাস, ২০২৮ সালের মধ্যে ভারতের থেকে এক ধাপ এগিয়ে থাকা জার্মানিকে (Germany) পিছনে ফেলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে রূপান্তরিত হবে ভারত। আর্থিক বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদন (গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস বা জিডিপি) ক্ষেত্রে ২০২৯ সালে ভারতের অবদান বৃদ্ধি পেয়ে পৌঁছাবে ৪.৫ শতাংশে।
বিয়ার, বেস এবং বুল- এই তিনটি আর্থিক স্তরের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী সূচক ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন এই আর্থিক সংস্থার বিশেষজ্ঞরা। ‘মর্গান স্ট্যানলি’র আর্থিক বিশেষজ্ঞদের দাবি, ২০৩৫ সালে বিয়ার অর্থনীতির পরিমাণ গিয়ে পৌঁছাবে ৬.৬ লক্ষ কোটি ডলারে। পাশাপাশি আগামী ১০ বছরে ভারতের বেস ও বুল আর্থিক পরিমাণ স্পর্শ করবে ৮.৮ লক্ষ কোটি ডলার এবং ১০.৩ লক্ষ কোটি ডলারের গন্ডি।