বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) অর্থনীতি এবার দ্রুত বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই জাতিসংঘ জানিয়েছে যে, ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল চিন থেকে শুরু করে আমেরিকা এবং ইউরোপিয় ইউনিয়নকেও (EU) এক্ষেত্রে ভারত পেছনে ফেলবে বলেও জানা গিয়েছে। অর্থাৎ, অন্যান্য দেশের অর্থনীতিও ভারতের তুলনায় ধীর গতিতে এগোবে। এদিকে, জাতিসংঘের এই রিপোর্টটি এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এছাড়াও, শুল্কের কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
দ্রুত এগিয়ে চলেছে ভারতের (India) অর্থনীতি:
জাতিসংঘ কর্তৃক প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনার ওপর মিড-ইয়ার রিপোর্ট (WESP) অনুমান করেছে যে, এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জিং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যেও, চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৬.৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। রিপোর্টে বলা হয়েছে, যে ভারতের (India) অর্থনৈতিক কর্মক্ষমতা অন্যান্য প্রধান অর্থনীতির থেকে আলাদা।
আমেরিকা এবং চিনের অর্থনীতি কত বৃদ্ধি পাবে: রিপোর্টের অনুমান অনুসারে, চিন ৪.৬ শতাংশ, আমেরিকা ১.৬ শতাংশ, জাপান ০.৭ শতাংশ এবং ইউরোপিয় ইউনিয়ন ১ শতাংশ হারে বৃদ্ধি অর্জন করবে। এদিকে, জার্মানির -০১% নেগেটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হয়েছে। এদিকে, পূর্ববর্তী পরিসংখ্যানের তুলনায় এই বৃদ্ধির অনুমান ৩০ বেসিস পয়েন্ট কমিয়ে সংশোধন করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে ধীর বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে।
ভারতের অর্থনীতি কীভাবে এত দ্রুত বৃদ্ধি পাবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, WESP সম্প্রতি তার ২০২৬ সালের পূর্বাভাস ৩০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৪ শতাংশ করেছে। তা সত্বেও, খরচ এবং সরকারি ব্যয়ের কারণে ভারত (India) দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের ২০২৫ সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা রিপোর্টের আপডেটে ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং নীতিগত অনিশ্চয়তার কথা উল্লেখ করে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইতিহাস গড়লেন নীরজ! কেরিয়ারে এই প্রথম যা করে দেখালেন….. অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীও
শুল্কের প্রভাব: রিপোর্ট অনুসারে, শক্তিশালী বেসরকারি কনজাম্পশান, দৃঢ় সরকারি বিনিয়োগ এবং শক্তিশালী পরিষেবা রফতানি অর্থনৈতিক বৃদ্ধির মূল চালিকাশক্তি হবে। রিপোর্টে বলা হয়েছে যে, আমেরিকা থেকে ক্রমবর্ধমান শুল্ক পণ্য রফতানির ওপর চাপ সৃষ্টি করছে। তবে বর্তমানে শুল্ক থেকে অব্যাহতিপ্রাপ্ত সেক্টরগুলি (যেমন ওষুধ, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, শক্তি এবং তামা) অর্থনৈতিক প্রভাব সীমিত করতে পারে। যদিও এই ছাড়গুলি স্থায়ী নাও হতে পারে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, স্থিতিশীল অর্থনৈতিক অবস্থার কারণে ভারতে (India) চাকরির বাজারে বেকারত্বের মাত্রা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা ভারতীয় দলের! বাংলার ওপেনার হলেন অধিনায়ক, কারা পেলেন সুযোগ?
এদিকে, গত বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, প্রথমবারের মতো মাসিক ভিত্তিতে গণনা করা দেশের (India) বেকারত্বের হার এই বছরের এপ্রিল মাসে ৫.১ শতাংশ রেকর্ড করা হয়েছে। সর্বশেষ কারেন্ট উইকলি স্ট্যাটাস (CWS) তথ্য অনুসারে, ২০২৫ সালের এপ্রিল মাসে সকল বয়সের ব্যক্তিদের বেকারত্বের হার ৫.১ শতাংশ। এদিকে, পুরুষদের মধ্যে বেকারত্বের হার ৫.২ শতাংশের চেয়ে সামান্য বেশি ছিল। অপরদিকে, মহিলাদের ক্ষেত্রে ৫ শতাংশের হারের চেয়ে সামান্য বেশি ছিল। সারা দেশে ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ১৩.৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। যার মধ্যে শহরাঞ্চলে এই হার ১৭.২ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১২.৩ শতাংশ।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: