প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার গোলে আয়োজক কাতারকে চূর্ণ করে বিশ্বকাপে অসাধারণ শুরু ইকুয়েডরের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি শতাব্দীতে প্রথমবারের জন্য ফিফা আয়োজিত ফুটবল বিশ্বকাপে ঘটলো এমন ঘটনা। একবিংশ শতাব্দীতে আয়োজিত সকল বিশ্বকাপের মধ্যে প্রথমবার আয়োজক দেশ নিজেদের প্রথম ম্যাচে গোল করতে ব্যর্থ হলো।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে নিজেদের সমর্থকদের সামনে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স করলো কাতার। এক সময় নিয়মিতভাবে ইপিএলের এভার্টন, ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলা এন্নার ভ্যালেন্সিয়ার জোড়া গোলে কাতার সমর্থকদের মন ভেঙে দিলো লাতিন আমেরিকার দেশ, ইকুয়েডর।

ম্যাচে খুব কম সময়ই ব্যস্ত হতে হয়েছে ইকুয়েডর গোলরক্ষক হের্নান গালিন্দেজকে। প্রথমার্ধের একদম শেষমুহূর্তের একটি সুযোগ বাদে আর কখনই বড় কোনও সুযোগ তৈরি করতে পারেনি কাতার। গোললক্ষ্য করে একটি শটও নিতে পারেনি আয়োজকরা।

ইকুয়েডর এই ম্যাচ জিতে বেশ কিছুটা স্বস্তিতে থাকবে কারণ এখনও নেদারল্যান্ডস এবং সেনেগালের মতো বড় দেশগুলির বিরুদ্ধে মাঠে নামতে হবে তাদের। তার আগে এই জয় তাদেরকে বেশ কিছুটা সুবিধা করে দিলো।

চিন্তার ব্যাপার একটাই। ম্যাচের ৭৭ মিনিটে হালকা চোট পাওয়ায় জোড়া গোল করা ভ্যালেন্সিয়াকে তুলে নিতে বাধ্য হন ইকুয়েডর কোচ গুস্তাভো আলভারো। খুব সম্ভবত এগিয়ে থাকায় নিজেদের তারকা ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি। গোটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ইকুয়েডর ডিফেন্সও।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর