বাংলা হান্ট ডেস্কঃ জেলে গিয়েও রক্ষে নেই। একের পর এক সমস্যার সম্মুখীন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ছিঁচকে চোরের ‘মোটু দা টুকি’ টিপ্পনি বা জঙ্গি মুসার আক্রমণেই ইতি নয়! এবার আরও শোচনীয় অবস্থায় এককালের দাপিয়ে বেড়ানো তৃণমূল নেতা। প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের সেল থেকে সরল খাট, বিছানা, ইজি চেয়ার। আর সৌজন্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)।
তাতেই দুর্দশা বাড়ল পার্থর। প্রসঙ্গত, কিছুদিন আগে ইডির কাছে খবর পৌঁছায় সেলের মধ্যে ইজি চেয়ার থেকে শুরু করে সোয়ার জন্য ভালো বিছানা সবকিছুরই ব্যবস্থা হয়ে গিয়েছে পার্থর। অন্যদিকে, সহ বন্দিদের ফোন থেকে একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে পার্থবাবু যোগাযোগ রাখছিলেন বলে জানতে পারে ইডি। এরপরই শক্ত হাতে পদক্ষেপ নিল তদন্তকারীরা।
সূত্রের খবর, এরপরই সংশোধনাগারে গিয়ে একেবারে পার্থর সেলে পৌঁছে গোটা পরিস্থিতি যাচাই করেন তারা। সবকিছু সরেজমিনে দেখার পর ইডির নির্দেশ, পার্থর সেল থেকে খাট, বিছানা, ইজি চেয়ার সবকিছু সরিয়ে নিতে হবে। যেমনি কথা তেমনি কাজ। ঘুরে ফিরে পার্থর ঠাঁই ফের মেঝেতে। মেঝেতে শুয়েই রাত্রিযাপন করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এভাবেই জেলের ভেতরেও পার্থ চট্টোপাধ্যায়ের ‘বিলাসী’ জীবনযাপনে ইতি টানতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তার ওপর নজরদারিও আরও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরেক অভিযুক্ত পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর দেশে-বিদেশে যত সম্পত্তি আছে তা তদন্তকারীরাদের বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পাশাপাশি শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ট তাপস মণ্ডলকে হেফাজতে নিয়েছে সিবিআই। সোমবার এই তাপসের বিরুদ্ধেও বড় পদক্ষেপ নিল আদালত। এদিন তাপস বাবুর ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার জন্য চিঠি দিল তদন্তকারী সংস্থা ইডি।