বাংলাহান্ট ডেস্ক : আবারও টাকার পাহাড় উদ্ধার! এর আগে অর্পিতার (Arpita Mukherjee) টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে তল্লাশির সময় উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা। যদিও অর্পিতা প্রথম থেকেই দাবি করেন এই টাকা তাঁর নয়। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন ঠিকানা প্রেসিডেন্সি জেল। এর মধ্যেই অর্পিতার নামে থাকা ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ৫ কোটি ৩২ লক্ষ টাকার হদিস পেলেন ইডির (ED) আধিকারিকরা।
ইডির বিশেষ সূত্রে জানা গিয়েছে, অর্পিতার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে রয়েছে ২ কোটি ২২ লক্ষ টাকা। অন্যদিকে অর্পিতার সংস্থা ইচ্ছে এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টে রয়েছে ৩ কোটি ১০ লক্ষ টাকা। সব মিলিয়ে পাওয়া গেল ৫ কোটি ৩২ লক্ষ টাকার হদিশ। ইডির দাবি, এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে নগদ বা অনলাইন লেনদেনের মাধ্যমেই।লেনদেনে যাদের নাম পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে ইচ্ছে এন্টারটেইনমেন্টের কোনও ব্যবসায়িক সম্পর্ক নেই বলেই জানা যাচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, অ্যাকাউন্টের এই কোটি কোটি টাকার সঙ্গেও রয়েছে শিক্ষক দুর্নীতির প্রত্যক্ষ যোগ।
এই প্রসঙ্গে বলা যায়, অর্পিতার একটি ফ্ল্যাটটি থেকে উদ্ধার হয় ৬ কেজি সোনা, নগদ প্রায় ২৮ কোটি টাকা । বেডরুমের পাশাপাশি ফ্ল্যাটের বাথরুম থেকেও উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা এবং সোনার গয়না। ১ কেজি করে তিনটি সোনার বাট, সোনার আংটি, একাধিক মোটা হার, ছ’টি মোটা মোটা সোনার বালা, সহ একাধিক সোনার গয়নাও উদ্ধার করা হয়। যে পরিমাণ সোনা উদ্ধার হয় তার বাজার মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা।
অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশির সময় উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও উদ্ধার হয় ওই ফ্ল্যাট থেকে।গত ২৭ জুলাই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান করেন ইডির আধিকারিকরা। বেলঘরিয়ার ওই আবাসনে অর্পিতার নামে দুটি ফ্ল্যাট ছিল। তার একটি থেকে কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা