বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গতকাল সকালে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। পরবর্তীতে আদালতে তোলা হলে সেখানে অসুস্থতা অনুভব করেন তৃণমূল নেতা এবং এরপরই তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসা করানোর নির্দেশ দেন বিচারপতি। তবে আদালতের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) গেল ইডি (ED)। গতকাল গভীর রাতে এই সংক্রান্ত শুনানির আর্জি জানানো হয়। আজ কলকাতা হাইকোর্টে সেই মামলারটি শুনানি হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, এসএসসি সংক্রান্ত দুর্নীতি মামলায় দীর্ঘ ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গতকাল সকালেই গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে ইএসআই জোকা হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তবে সেখানে অসুস্থতা বোধ করেন তিনি এবং পরবর্তীতে ইডির তরফ থেকে তাঁকে ইএসআই হাসপাতাল কিংবা কমান্ডে ভর্তি করানোর আর্জিও জানানো হয়। এক্ষেত্রে অবশ্য বিচারপতি পার্থকে এসএসকেএমে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর রাতের দিকে এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে ভর্তি হন তৃণমূল নেতা।
তবে গভীর রাতের দিকে আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে শুনানির আর্জি জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তা সঠিক নয়। পাশাপাশি তৃণমূল নেতার অসুস্থতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে ইডি। কলকাতা হাইকোর্টে আজ এই সকল মামলার শুনানি হতে চলেছে বলে জানা যাচ্ছে। অপরদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গতকাল আদালতের নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায়কে কমান্ড কিংবা জোকা ইএসআই হাসপাতালের পরিবর্তে এসএসকেএম-এ ভর্তি করা হয়। এরপর থেকেই একপ্রকার আপত্তি জানাতে শুরু করে ইডি। পরবর্তীতে অবশ্য SSKM-র কার্ডিওলজি বিভাগে ১৮ নম্বর বেডে ভর্তি করা হয় পার্থকে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। তবে এদিন কলকাতা হাইকোর্টের শুনানি শেষে বিচারপতি কি নির্দেশ দেন, সেটাই দেখার।