বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ইডি (ED) জানায় যে, ইডির তরফ থেকে কংগ্রেস (Congress) পার্টির পক্ষ থেকে প্রবর্তিত এসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL) এবং কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন মোতিলাল বোহরার (Motilal Vora) ১৬.৩৮ কোটি টাকার সম্পত্তি কুর্ক করার আদেশ জারি করেছে। ইডি জানায়, আর্থিক তছরুপ মামলার অধীনে করা হয়েছে। এটা কংগ্রেসের কাছে বড়সড় ঝটকা।
Enforcement Directorate (ED) attaches under Prevention of Money Laundering Act (PMLA), assets to the extent of Rs. 16.38 crores in Bandra (East), Mumbai of Associated Journals Limited in illegal land allotment case: Enforcement Directorate pic.twitter.com/3Bm7NnFZ01
— ANI (@ANI) May 9, 2020
ইডি জানায়, কুর্ক করা সম্পতিই মুম্বাইয়ের বান্দ্রার একটি ৯ তলার বিলাসবহুল বিল্ডিং। ওই বিল্ডিংয়ে দুটি বেসমেন্টও আছে। ওই বিল্ডিং ১৫ হাজার স্কোয়ার মিটার জমিতে বানানো হয়েছে। আর্থিক তছরুপ আইন অনুযায়ী, প্রোভিসনাল অ্যাটাচমেন্ট আদেশ এজিএল আর কংগ্রেস নেতা মোতি লাল বোহরার নামে জারি করা হয়েছে।
বোহরা AJL এর ম্যানেজিং ডাইরেক্টর। AJL বরিষ্ঠ কংগ্রেস নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেখানে গান্ধী পরিবারের সদস্যরাও আছেন। ন্যাশানাল হেরাল্ড সংবাদপত্র এই গোষ্ঠীর সঞ্চালন করে। ১৯৩৮ সালে জওহরলাল নেহরু ন্যাশানাল হেরাল্ড সংবাদপত্রের স্থাপনা করেছিলেন। তখন থেকে এই পত্রিকাকে কংগ্রেসের মুখপত্র হিসেবে মানা হয়।
প্রথমে ওই সংবাদমাধ্যমের মালিকানা AJL এর কাছে ছিল। যদিও দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫৬ সালে AJLকে অ -পেশাদারী কোম্পানি রুপে স্থাপন করা হয়। ২০০৮ সালে এর সমস্ত প্রকাশনকে স্থগিত করে দেওয়া হয়। তখন ওই কোম্পানির উপর ৯০ কোটি টাকার ঋণের বোঝা চেপে যায়। এরপর কংগ্রেস নেতৃত্ব ‘ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড” নামের একটি নতুন কোম্পানি স্থাপন করে। ওই কোম্পানিতে সনিয়া, রাহুল গান্ধী সমেত মোতিলাল বোহরা, সুমন দুবে, অস্কার ফার্নান্ডেজ আর স্যাম পিত্রোদাকে নির্দেশক বানানো হয়।