বলিপাড়ায় হৈচৈ! এবার ইডির নিশানায় শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা, বাজেয়াপ্ত হল ১০০ কোটির সম্পত্তি

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে বলিউডে ঝড়। ইডি ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল রিপু সুদন কুন্দ্রা ওরফে রাজ কুন্দ্রার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। একটি টুইট করে ইডি বৃহস্পতিবার জানায়, স্থাবর ও অস্থাবর মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি।

জুহুর একটি আবাসন রয়েছে এই তালিকায়। রাজ কুন্দ্রার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেঠির নামে রয়েছে এই ফ্ল্যাটটি। রাজ কুন্দ্রার নামে থাকা পুণের একটি বাংলো বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সম্প্রতি দিল্লি ও মুম্বাই পুলিশের পক্ষ থেকে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করা হয়ভেরিয়েবল টেক নামক একটি সংস্থার বিরুদ্ধে।

আরোও পড়ুন : পরোপকারী যুবকের চিকিৎসার খরচ মেটাতে বাতিল রামনবমীর অনুষ্ঠান! অনন্য নজির বাংলায়

এই সংস্থার প্রমোটার অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজের বিরুদ্ধে আনা হয় অভিযোগ। অভিযোগ এই সংস্থা বিটকয়েনের ব্যবসার মাধ্যমে বাজার থেকে ৬৬০০ কোটি টাকা তুলেছিল। পাশাপাশি এই সংস্থা আমানতকারীদের প্রতি মাসে ১০% সুদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে বিপুল পরিমাণ টাকা বাজার থেকে তোলার পর বেপাত্তা হয়ে যায় সংস্থার প্রোমোটাররা।

আরোও পড়ুন : একধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা! লক্ষ্মীবারে কততে বিকোচ্ছে হলুদ ধাতু? জানুন রূপোর রেটও

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ২৮৫টি বিটকয়েন কেনার অভিযোগ ওঠে অমিত ভরদ্বাজের থেকে। রাজ এই টাকা নিয়েছিলেন ইউক্রেনে বিটকয়েন ফার্ম খোলার উদ্দেশ্য নিয়ে। ইডি দাবি করেছে এই ২৮৫টি বিটকয়েনের মূল্য ১৫০ কোটি টাকার কাছাকাছি।অভিযোগ রাজ এই বিটকয়েনের ব্যবসা শুরু করতে পারেননি ইউক্রেনে। 

109395230

তবে তার কাছে রয়ে গেছে দেড়শ কোটি টাকা। এই টাকা আমানতকারীদের। প্রতারণা করে এই টাকা সংগ্রহ করা হয়েছিল। তাই রাজের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে, বলিপাড়ার এই হেভিওয়েটদের দরজায় ইডি কড়া নাড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সিনে দুনিয়ার অন্দরে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর