বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ইস্টবেঙ্গল আইএসএলে নিজেদের ১৬ তম ম্যাচটি খেলছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তার মধ্যেই খারাপ খবর এলো ইস্টবেঙ্গল (East Bengal) কর্মকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) ওরফে সমর্থকদের প্রিয় নিতুদার জন্য। এর আগেও সারদা কান্ডের কলঙ্কের সঙ্গে জড়িয়েছে তার নাম। কিন্তু সে বহুদিন আগের কথা।
আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) কর্তৃক বাজেয়াপ্ত করা হলো ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সম্পত্তি। তিনি একা নন আরও একাধিক সুবিধাভোগীর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করছে ইডি। দেবব্রত সরকারের সঙ্গে এই মামলার নাম আবার জড়ানো অনেকেই বেশ চমকে গিয়েছেন।
ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে বেশ প্রভাবশালী দেবব্রত বাবু। সমর্থকদের একটা বড় অংশ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হলেও তাতে ক্লাবে তার প্রতিপত্তি কোনদিনই কমেনি। কিছুদিন আগে ইস্টবেঙ্গল মহিলা দল কন্যাশ্রী কাপ জেতার পর তিনি দাবি করেছিলেন যে ইনভেস্টার গোষ্ঠীর বদলে যদি তারা অর্থাৎ ক্লাবের কর্মকর্তারা দল গঠন করেন তাহলে ইস্টবেঙ্গল কোনওদিনও টপ থ্রি এর বাইরে থাকত না। সমর্থকদের একটা বড় অংশ তার এই দাবী ভিত্তিহীন এবং ফাঁকা কলসির আওয়াজ বলে উড়িয়ে দিলেও কিছু অংশ তার পাশে দাঁড়িয়েছে।
কিন্তু ইডির এই কর্মসূচির ব্যাপারে এখনও তার তরফ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। দেবব্রত বাবু দাবি করেছেন যে তিনি এখনও অবধি কিছুই জানেন না এবং যদি পরবর্তী পদক্ষেপ কিছু নেওয়ার থাকে তাহলে নিজের উকিলের সঙ্গে আলোচনা করি সে ব্যাপারে এগোবেন।