বাংলাহান্ট ডেস্ক : আজ সকাল থেকেই ইডির দাপট দেখছে পশ্চিমবঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী-সহ মোট ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি (ED)। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতসকাঁচের নিচে বিনয় মিশ্র (Binay Mishra) ও বিকাশ মিশ্র। জানা যাচ্ছে তাদের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত (Property Seized) করল ইডি। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় ও বিকাশের ওই সম্পত্তির মূল্য প্রায় ১৩ কোটি ৬৩ লক্ষ টাকা।
বিশেষ সূত্রে জানা যাচ্ছে, কয়লা মামলায় এর আগেই একাধিক অভিযুক্তর প্রায় ২০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার ইডি বাজেয়াপ্ত করলো, পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে বিনয় ও বিকাশের সংস্থার নামে কেনা এই সম্পত্তি। বিনয় এবং বিকাশের আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, সেই বিষয়েও চিরুনি তল্লাশি করছে ইডি আধিকারিকরা।
গোপন সূত্রে খবর, তদন্তকারীরা আধিকারিকরা ইতিমধ্যেই বিনয় ও বিকাশ মিশ্রের বিপুল অঙ্কের লেনদের খবর পেয়েছেন। অনুমান করা হচ্ছে প্রায় ৭৩১ কোটি টাকার লেনদেন হয়েছে। লালা ওরফে অনুপ মাঝির মারফত এই লেনদেন হয়েছে বলে ইডি মারফত জানা যাচ্ছে।
এর আগে বিনয় মিশ্রর বিরুদ্ধে উঠে এসেছে গরু পাচারের অভিযোগ। সেই মামলার তদন্ত করছে সিবিআই। বিনয়ের বিরুদ্ধে আগেই সমন জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা যাচ্ছে বিনয় মিশ্রের রাসবিহারীর বাড়িও তল্লাশি করেছে ইডি। কিন্তু একাধিক বার তলব করা হলেও, তিনি হাজিরা দেননি ইডির দফতরে। তাই এবার বিনয়কে পলাতক অর্থনৈতিক অপরাধী বলেই ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের জানা যাচ্ছে, এই ঘোষণা করার জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে দিল্লির পাটিয়ালা কোর্টে আবেদনও করা হয়েছে বলে।