বাংলা হান্ট ডেস্কঃ যতই দিন যাচ্ছে নিত্য-নতুন চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে। এই কেলেঙ্কারির অভিযোগে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। এদিকে রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমান ঘনিষ্ঠ আনিসুর রহমান ও আলিফ নুর সম্প্রতি গ্রেফতার হওয়ার পর আরও ঘুরে গেল খেলা। একাধিক নতুন তথ্য উঠে এল তদন্তকারী সংস্থার হাতে।
রেশন দুর্নীতিতে ইডির হাতে নয়া তথ্য (Ration Scam)
গতকাল শুক্রবার আদালতে পেশ করা হয় তাদের। উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার দিনভর জেরা ও তল্লাশির পর মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হন দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ ও তার ভাই আলিফ নুর ওরফে মুকুল। এদিন আদালতে পেশ করে এই দুই ভাইকে নিয়ে বিস্ফোরক দাবি করে তদন্তকারী সংস্থা।
আদালতে ইডির দাবি, এসএসকেএম হাসপাতালে শুয়ে থেকেই এই দুই ভাইকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা সুদ বাবদ জমা দিতে বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। ইডির আরও দাবি, জ্যোতিপ্রিয়র হিসেব রক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে ডিজিটাল প্রুফ পাওয়া গিয়েছে। যেখানে একটি ফোল্ডারে এই বিদেশ ও মুকুলের নামের উল্লেখ ছিল। সুদের বিষয়টি বালুর সিএ-র থেকে পাওয়া নথিতেই মিলেছে।
তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতিপ্রিয়কে টাকার জোগান দিতেন এই দুই ভাইই। এককথায় তারা ছিলেন প্রাক্তন মন্ত্রীর ‘মানি মেশিন’। ইডির অভিযোগ, মুকুল ও বিদেশ নিজেদের আত্মীয়দের ভুয়ো কৃষক বানিয়ে ধান কেনার টাকা লুটতেন। যার ভাগ যেত জ্যোতিপ্ৰিয়র কাছেও। এভাবে দুর্নীতির (Ration Scam) ৪৫ কোটি টাকা গিয়েছে তিনটি সংস্থায়। এমনটাই দাবি ইডির।
আরও পড়ুন: রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! উপকৃত হবেন লাখ লাখ কর্মী, জারি বিজ্ঞপ্তি
ইডি সূত্রে খবর, বিদেশের রাইস মিলে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে সরকারি আটার সিল ও স্ট্যাম্প মিলেছে। এদিন আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবী বলেন, আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছি। এতে সাধারণ মানুষের টাকা জড়িত রয়েছে। দুর্নীতির টাকা বিদেশেও পাচার করা হয়েছে।
ইডির কথার প্রেক্ষিতে বিচারক জানতে চান, বিদেশ ও মুকুল যে রেশন দুর্নীতিতে যুক্ত, তার প্রমাণ কোথায়? আপাতত দু’জনকেই ২০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।