আন্ডারওয়ার্ল্ড ডনের সম্পত্তির সাথে যুক্ত হল NCP নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নাম, তদন্তে নামল ED

বাংলা হান্ট ডেস্কঃ ইডি (Encforcement Directorate)  এর তদন্তে আণ্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সবথেকে ঘনিষ্ঠ ইকবাল মির্চির কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল। ইডির এই তদন্তে অনেক বড় ষড়যন্ত্র সামনে এসেছে। শোনা যাচ্ছে যে, ইকবাল মির্চি আর তাঁর পরিবারের সাথে জড়িত সম্পত্তি মুম্বাই আর তাঁর আশেপাসের এলাকায় আছে। আর সেই সম্পত্তি গুলোর মধ্যে একটি সম্পত্তি মহারাষ্ট্রের রাজনৈতিক দল NCP এর নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেলের সাথে জড়িত।

1 12

এই সম্পত্তিটি হল মুম্বাইয়ের বর্লিতে থাকা বিলাসবহুল সিজেয় হাউস (Ceejay House)। এই সম্পত্তি প্রফুল্ল প্যাটেলের। আর ইডি এই সম্পত্তির সাথে জড়িত কাগজপত্র তদন্ত করে দেখেছে যে, ১৫ তলার এই বিলাসবহুল বিল্ডিং এর কনস্ট্রাকশন আন্ডারওয়ার্ল্ড দন তথা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ইকবাল মির্চি আর মেসার্স মিলেনিয়াম ডেভলপার্স ২০০৬-০৭ সালে করেছিল।

Praful Patel
Praful Patel

এই বিল্ডিং সম্পূর্ণ রুপে তৈরি হয়ে যাওয়া পর মেসার্স মিলেনিয়াম ডেভলপার্স এই বিল্ডিং এর তৃতীয় আর চতুর্থ তল ইকবাল মির্চির নামে করে দিয়েছিল। তৃতীয় আর চতুর্থ তল মিলে ১৪০০ স্কয়ার ফুটের ছিল। আপনাদের জানিয়ে রাখি, ইকবাল মির্চি দাউদের সবথেকে ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০১৩ সালে লন্ডনে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছিল।

খান্ডালায় ৬ একর জমিতে একটি ফার্ম হাউস আছে যেটা মেসার্স হোয়াইটবাটার লিমিটেডের নামে আছে, সেটা ইকবাল মির্চির ছেলে কবজা করে রেখেছে। মুম্মবাইয়ের বর্লি এলাকায় অবস্থিত সাহিল বাংলো ইকাবালের স্ত্রী আর ছেলের নামে আছে। বর্লি এলাকায় আরেকটি সম্পত্তি যেটা সমুদ্র মহল নামে পরিচিত, সেটা ইকবালের বোন আর জামাইয়ের নামে আছে। এছাড়াও গোটা মুম্বাইতে আরও ৫০০ কোটি টাকার সম্পত্তি ইকবাল আর তাঁর পরিবারের নামে আছে।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর