বাংলা হান্ট ডেস্ক: নেতা-মন্ত্রী থেকে শিক্ষা দফতরের একাধিক আধিকারিক! ২০২২ সাল থেকে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে গ্রেফতার হয়েছেন বহুজনা। সেই তালিকায় নাম রয়েছে কুন্তলেরও। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
দীর্ঘদিন ধরে জেলেই রয়েছেন কুন্তল। একাধিকবার জামিনের আর্জি জানিয়েও হয়নি সুরাহা। এর মধ্যে এবার ইডি সূত্রের দাবি, তল্লাশি চালিয়ে কুন্তলের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য মিলেছিল। একটি রেজিস্টারও পাওয়া গিয়েছিল। আর তাতেই নাকি নাম ছিল রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)।
তদন্তকারী সংস্থা সূত্রে আরও দাবি, কুন্তল ঘোষের বাড়ি থেকে রেজিস্টারে মন্ত্রীর নামের পাশে ১০০ জনের নামের একটিকে ছিল। তবে তালিকায় থাকা ওই নাম চাকরিপ্রার্থীদের কী না, তার সঙ্গে মন্ত্রীর কী যোগ! এই রকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ময়দানে নেমেছে ইডি।
আরও পড়ুন: ‘গণ্ডগোল করানো, আমার লোকগুলোকে ফাঁসানো, সব কিছুর মূলে অভিষেক’, বোমা ফাটালেন অর্জুন
এদিকে শুক্রবার সকালেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা (ED Raid) দিয়েছে ইডি। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই তল্লাশি চলছে মন্ত্রীর নিচুপট্টির বাড়িতে। ভোটের আগে ইডি হানা কেন্দ্রের ষড়যন্ত্র বলেই দাবি তৃণমূলের। যদিও ইডি হানার বিষয়ে মন্ত্রীর বলেন, ‘না জেনে কোনও মন্তব্য করব না’।
আরও পড়ুন: ফ্যাশান ডিজাইনার থেকে রাজনীতি! কৃষ্ণনগরের ‘রানিমা’র আসল পরিচয় জানেন?
আবার বৃহস্পতিবারের পর শুক্রেও জোর অ্যাকশনে ইডি। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতার (Kolkata) বিভিন্ন জায়গায় পৌঁছে যায় ইডি। চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি চালায় সংস্থাটি। নিয়োগ দুর্নীতির তদন্তেই একাধিক জায়গায় তল্লাশি বলে জানা গিয়েছে।