বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান (Seikh Shahjahan) এবার আবারও বিপাকে। আগেই জানা গিয়েছিল, সিবিআইয়ের পর সন্দেশখালির দাপুটে এই নেতাকে হেফাজতে চাইছে ইডি (Enforcement Directorate)। শনিবার এই নিয়ে বসিরহাট মহকুমা আদালতে আবেদনও করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তাতেই সায় দিল আদালত।
এবার সিবিআই এর পাশাপাশি জেলবন্দি শাহজাহানকে জেরা করতে পারবে ইডিও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন গ্রহণ করে অনুমতি দিল বসিরহাট মহকুমা আদালত। শেখ শাহজাহানকে জেরা করতে চেয়ে শনিবার বসিরহাট আদালতে বেলা ১১টা নাগাদ ইডির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বসিরহাট আদালতে যান। ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার-সহ বেশ কিছু কাগজপত্র নিয়ে তারা আদালতে পৌঁছন।
সূত্রের খবর, চিংড়ি রফতানির নামে টাকা পাচারের অভিযোগের তদন্তে শেখ শাহজাহানকে জেরা করতে চায় ইডি। তদন্তকারী সংস্থার দাবি, মাছের ব্যবসার আড়ালে চলত টাকা পাচার। শাহজাহানের বিরুদ্ধে চিংড়ি রফতানির নামে বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগ উঠেছে। আমদানি-রফতানি সংক্রান্ত মামলা সূত্রেই শাহজাহানকে জেরা করতে বসিরহাট উপ সংশোধনাগারে গেল ইডি।
এদিন ইডির আর্জির প্রেক্ষিতে আদালত জানিয়েছে, জমি সংক্রান্ত বিষয় এবং রেশন মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। তারপরই আর সময় নষ্ট না করে বসিরহাট উপ সংশোধনাগারে পৌঁছে যায় ইডির একটি টিম। গত ৫ জানুয়ারির হামলা, তারপর মার্চের শেষে এসে এই প্রথমবার শাহজাহানের মুখোমুখি ইডি।
আরও পড়ুন: মেগা ফাইট! শতাব্দীর বিরুদ্ধে BJP প্রার্থী হচ্ছেন সদ্য পদত্যাগী এই IPS অফিসার, চেনেন তাকে?
ইডি শাহজাহানকে বৈদেশিক লেনদেন, রেশন দুর্নীতি মামলা সহ অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বসিরহাট মহকুমা আদালতের আবেদন জানিয়েছিল। সেই আবেদনেই এল সাড়া। বৃহস্পতিবারই সন্দেশখালির ‘বাঘ’কে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে এর মাঝেই এবার ইডির মুখোমুখি সন্দেশখালির বাঘ।