বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট। তার আগে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)। নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার সকালে রাজ্যের ক্ষুদ্র এবং কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে হানা দেয় ইডি। ইডি সূত্রেই জানা যায়, দীর্ঘ তল্লাশির পর মন্ত্রীর বাড়ি থেকে প্রায় ৪১ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরই মধ্যে মন্ত্রীকে সমন পাঠালো ইডি।
নিয়োগ কেলেঙ্কারি মামলায় চন্দ্রনাথ সিংকে তলব করেছে ইডি। সূত্রের খবর, বুধবার ইডির দফতরে মন্ত্রী অথবা তার প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও মন্ত্রী জানিয়েছেন তিনি নিজে হাজিরা দিতে যাবেন না। তার কোনও প্রতিনিধি যাবেন। ইতিমধ্যেই এই বিষয়ে তিনি কেন্দ্রীয় এজেন্সিকে জানিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেই তল্লাশি অভিযানে ৪১ লাখ টাকার পাশাপাশি চন্দ্রনাথবাবুর একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর কয়েক দিনের মধ্যেই মন্ত্রীকে তলব করল ইডি।
সূত্রের খবর, তার ফোন থেকে গোয়েন্দাদের হাতে নানান তথ্য হাতে এসেছে। এবার বাড়ি থেকে পাওয়া টাকা এবং মোবাইলের বিষয়ে বিশদে জানতেই চন্দ্রনাথ সিংকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দ্রনাথ ও তার পরিবারের সদস্যদের থেকে উদ্ধার হওয়া টাকা সম্পর্কে কোনও সদুত্তর মেলেনি। সেই কারণেই বুধবার মন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে।
গত শুক্রবার ইডি আধিকারিকরা যখন চন্দ্রনাথবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন তিনি বাড়িতে ছিলেন না। এরপর তাঁকে গোয়েন্দারা ডেকে পাঠান বলে খবর। চন্দ্রনাথবাবু বাড়ি আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মন্ত্রী জানিয়েছিলেন, তিনি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সবরকম সহায়তা করেছেন। এদিকে ইডির দাবি মন্ত্রীর কাছ থেকে যথাযত উত্তর মেলেনি।
আরও পড়ুন: একি কাণ্ড! লোকসভা ভোটের আগেই ফিরছেন কেষ্ট? বোলপুর জুড়ে হঠাৎ যা হচ্ছে…তুঙ্গে জল্পনা
প্রসঙ্গত, এর আগে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামে তেমন কোনও দুর্নীতির অভিযোগ ছিলনা। ইডি হানার পর জানা যায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে চন্দ্রনাথবাবুর নাম পাওয়া গিয়েছে বলে খব। নিয়োগ দুর্নীতিতে ‘মিডলম্যান’ হিসেবে উঠে এসেছিল কুন্তলের নাম। জানা যাচ্ছে, কমপক্ষে ১০০ জন চাকরিপ্রার্থীকে তার কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী সিনহা। বিপুল টাকার লেনদেন হয়েছে বলেও ইডি সূত্রে খবর।