এবার অর্পিতার ‘তালাবন্ধ’ ফ্ল্যাট ভেঙে উদ্ধার নগদ অর্থ, আনা হল টাকা গোনার মেশিন

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে ২১ কোটি নগদ অর্থের পাশাপাশি ২০ টি মোবাইল ফোন, একাধিক সোনা গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি (ED), যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের সঙ্গে এসএসসি দুর্নীতি মামলার যোগসূত্র রয়েছে বলে অনুমান ইডির। এ প্রসঙ্গটিকে হাতিয়ার করে বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে অর্পিতা। ইতিমধ্যে বেশ কয়েকটি নয়া তথ্য হাতে এসেছে আর তার মাঝেই এদিন বেলঘড়িয়ার (Belgharia) রথ তলায় অর্পিতার আরো একটি ফ্ল্যাটে তল্লাশি চালালো তারা। সেই তল্লাশি চলাকালীনই বর্তমানে বেশ কিছু নগদ অর্থ ইডির হাতে এসেছে বলে জল্পনা সৃষ্টি হয়েছে। এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে টাকা গোনার মেশিন চেয়ে পাঠানোয় সেই জল্পনাই আরো বৃদ্ধি পেল।

উল্লেখ্য, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে একুশ কোটি নগদ অর্থ উদ্ধার করার পরেই তাঁকে হেফাজতে নেয় ইডি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়েরও হেফাজতের নির্দেশ দেয় আদালত। গত সোমবার আদালতে ইডি আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়, “কুড়ি কিংবা একুশ নয়, এক্ষেত্রে মোট ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। পরবর্তী সময়ে আরও ১০০ কোটি টাকা উদ্ধার করতে হবে।” আর এদিন সেই উদ্দেশ্যেই বেলঘড়িয়ার রথ তলায় টাউন আবাসনে হানা দেয় ইডি।

উল্লেখ্য, উক্ত আবাসনটির নয়তলাতে অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাটে তল্লাশি চালানোর উদ্দেশ্যে পৌঁছে যায় ইডি অফিসাররা। তবে এক্ষেত্রে ফ্ল্যাটের তালা বন্ধ থাকার দরুণ প্রথমে চাবিওয়ালাকে ডেকে পাঠানো হয় এবং পরবর্তীতে বহু প্রচেষ্টার পর অবশেষে তালা ভেঙে দেন তদন্তকারী অফিসাররা। এর পরেই একটি প্রিন্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইডির আরো একটি দল। আর পরবর্তীতে সূত্র মারফত খবর মিলতে শুরু করেছে যে, বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও বেশ কিছু নগদ অর্থের খোঁজ পাওয়া গিয়েছে। বর্তমানে ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন এসে পৌঁছাতেই সেই জল্পনাই আরো বৃদ্ধি পেলো।

20 crore partha arpita

তবে অর্থের পরিমাণ কত, তা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা মেলেনি। তবে শুধুমাত্র বেলঘড়িয়ার ফ্ল্যাট-ই নয়, আরো বেশ কিছু জায়গা নজরে রয়েছে ইডির। ফলে এসএসসি দুর্নীতি মামলায় পরবর্তী সময়ে আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর