বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে একের পর এক গ্রেফতার হয়েছেন হেভিওয়েট নেতা-মন্ত্রী থেকে শুরু করে বহুজনা। বাজেয়াপ্ত হয়েছে হাজার হাজার কোটির সম্পত্তি। এবার শিক্ষায় দুর্নীতির তদন্তে নেমে ফের বিপুল সম্পত্তির হদিস পেল তদন্তকারী সংস্থা ইডি (ED)। সূত্রের খবর সম্প্রতি ইমন গঙ্গোপাধ্যায়ের (Imon Ganguly) ১ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে গোয়েন্দা সংস্থা।
প্রসঙ্গত, বঙ্গের নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের (Ayan Shil) পুত্র অভিষেক শীলের পরিচিত এই ইমন। কিছুদিন আগেই অয়ন শীলের পরিবার ও বান্ধবী শ্বেতার পাশাপাশি ইমনকেও তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
ইডি সূত্রে খবর, এরপরই তাদের হাতে একাধিক চঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেই সূত্র ধরেই ইমনের বিপুল সম্পত্তির হদিস মিলেছে। উল্লেখ্য, ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় পেট্রল পাম্প শিহরণ একাধিক সম্পত্তি রয়েছে বলে আগেই হলফনামায় জানিয়েছিল ইডি। কলকাতায় বন্ডেল রোডের উপরে ‘ফসিল্স’ নামে তাদের যৌথ মালিকানায় একটি ফার্মও রয়েছে বলে সূত্রের খবর।
ইডির দাবি এসব একাধিক সম্পত্তি কিনেই কালো টাকা দিনের পর দিন সাদা করা হয়েছে। অন্যদিকে, বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ের এক সময় পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দফতরের যুগ্ম অধিকর্তা ছিলেন। তাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
বিভাসবাবুর দুর্নীতিতে যোগ থাকা নিয়ে কোনও মন্তব্য করেনি ইডি। তবে বাবা সন্দেহের তালিকায় না থাকলেও আগে থেকেই ইডির নজরে ছিলেন ইমন গঙ্গোপাধ্যায়। এই আবহেই এবার তার বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে।