অস্বস্তি বাড়লো আপ নেতার! আর্থিক তছরুপ মামলায় ২ কোটি টাকা ও কয়েক কেজি সোনা উদ্ধার করল ইডি

বাংলা হান্ট ডেস্কঃ আম আদমি পার্টির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ক্রমশই তদন্তের জাল গুটিয়ে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত এপ্রিল মাস থেকেই আপ নেতার বিরুদ্ধে তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হয় আর এবার আর্থিক তছরুপ মামলায় তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা সহ প্রায় 2 কেজির কাছাকাছি সোনা উদ্ধার করলো ইডি। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গতকাল মেসার্স রামপ্রকাশ জুয়েলার্স লিমিটেডের অফিস থেকে তারা প্রায় 2.23 কোটি টাকা উদ্ধার করে।

ইডি জানায়, “গতকাল আমরা মেসার্স রাম প্রকাশ জুয়েলার্স লিমিটেডের অফিসে তল্লাশি চালায় এবং সেখান থেকে 2 কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়। এ ক্ষেত্রে জুয়েলার্সের পরিচালক বৈভব, অঙ্কুশ এবং নবীন জৈন আপ নেতার সঙ্গে পরোক্ষভাবে জড়িত রয়েছে।”

উল্লেখ্য, গত এপ্রিল মাসে কলকাতার সঙ্গে জড়িত একটি কোম্পানিতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর সেখানে 4.81 কোটি টাকা প্রতারণা মামলায় নাম উঠে আসে মন্ত্রী সত্যেন্দ্র জৈনের। এর পরেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ, কলকাতার পাশাপাশি দিল্লিতে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে আপ নেতার যার দ্বারা কয়েক কোটি টাকার কালো ব্যবসা করে চলেছিলেন তিনি। পরবর্তীতে, আর্থিক বছরে মামলায় জুন মাসের 1 তারিখ থেকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে এবং বর্তমানে মন্ত্রীর বাড়ি ও অন্যান্য বহু স্থানে গোয়েন্দা সংস্থার তরফ থেকে অভিযান চালানো হচ্ছে বলে খবর।

যদিও এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতে ছাড়েননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, “আমাদের আম আদমি পার্টির পেছনে লেগে পড়েছেন নরেন্দ্র মোদি। দিল্লি এবং পাঞ্জাবে বিজেপির পরিবর্তে আমাদের সরকার রয়েছে আর সেই কারণে আমাদের বিরুদ্ধে এই আচরণ। সকল সংস্থার ক্ষমতা সামলাচ্ছে কেন্দ্র। তবে মনে রাখবেন, ভগবান আমাদের পাশে রয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর