জেলায় জেলায় তল্লাশি! এবার শান্তিনিকেতন অভিযান, পার্থ-অর্পিতার সম্পত্তির হদিশ পেতে বোলপুরে ইডি

বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় একাধিক ফ্ল্যাট উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও সোনা। এবার ইডি-র (ED) অভিযান শান্তিনিকেতন। পার্থ, অর্পিতার বেনামি সম্পত্তি নিয়ে তদন্ত করতে মঙ্গলবার রাতেই ইডির প্রতিনিধি দল পৌঁছে যায় শান্তিনিকেতনে।

জানা যাচ্ছে, ইডির আধিকারিকরা বিশ্বভারতীর রতন কুটির গেস্ট হাউজ়ে রয়েছেন। ইডি সূত্রে জানা যাচ্ছে, শান্তিনিকেতনে নামে-বেনামে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক বাড়ি রয়েছে। এবার সেই বাড়িগুলিতেই তল্লাশি চালাবেন ইডি গোয়েন্দারা।

শান্তিনিকেতনের ফুলডাঙার ‘অপা’ এই মুহুর্তে প্রায় টুরিস্ট প্লেস হয়ে গেছে। সামনে সুবিশাল লন, বিভিন্ন গাছপালায় সাজানো অপূর্ব সুন্দর একটি বাড়ি। বাড়িটি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরই। ইতিমধ্যেই ইডির হাতে এসেছে বোলপুরের জমির দলিল। জানা যাচ্ছে, ২০১২ সালের জানুয়ারি মাসে কলকাতার সুসেন বন্দ্যোপাধ্যায়-শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ‘অপা’ বাড়িটি কেনেন পার্থ-অর্পিতা।

পার্থর বাসগৃহ নাকতলা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে, বীরভূমের শান্তিনিকেতনে প্রাক্তন শিক্ষামন্ত্রীর একাধিক সম্পত্তির খোঁজ অনেক আগেই পেয়েছে ইডি। বাড়ির নাম তিতলি, অপা সহ আরও ৭টি বাড়ি রয়েছে পার্থর। তবে এতগুলি বাড়ির মধ্যে অপার নথিতে সামনে এসেছে আরও একটি রহস্যজনক নাম। রাজীব দে নামটি ইডি খুঁজে পায় এই অপা বাড়িটির সূত্রেই।

Untitled design 31 5

বোলপুর আর শান্তিনিকেতন জুড়ে পার্থ অর্পিতার আরও অনেক সম্পত্তির খোঁজ পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তবে সব নথি এখনও প্রকাশ্যে আসে নি। যে সমস্থ নথি এখনও প্রকাশ্যে আসে নি সেগুলির খোঁজ চালাচ্ছেন তদন্তকারী দল। শান্তিনিকেতন-বোলপুর এলাকায় পার্থ-অর্পিতার একাধিক ফ্ল্যাট, বাগানবাড়ি, গেস্ট হাউজ় রয়েছে বলে সূত্র মারফত খবর।

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে প্রতি মুহুর্তে নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারী আধিকারিক দল। তবে এখনও অনেক সূত্র পাওয়া বাকি আছে বলেই মনে করছেন গোয়েন্দারা।


Sudipto

সম্পর্কিত খবর