বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সেই মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি (ED) আধিকারিকেরা। প্রায় ৫৬ দিনের মাথায় মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির ‘বেতাজ বাদশা’কে।
এই সময়কালের মধ্যে তদন্তের কাজ কিন্তু বন্ধ রাখেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার শোনা যাচ্ছে, আগামী মঙ্গলবার দ্বিতীয় চার্জশিট জমা দিতে চলেছে ইডি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, শঙ্কর আঢ্য ও তাঁরা নানান ফরেক্স সংস্থার উল্লেখ থাকতে পারে এই চার্জশিটে (Chargesheet)। সেই সঙ্গেই শঙ্করের পরিবারের আরও কিছু সদস্যের নাম থাকার সম্ভাবনাও রয়েছে।
একইসঙ্গে ফরেক্সের পাশাপাশি শঙ্কর (Shankar Adhya) এবং তাঁর পরিবারের আরও বেশ কয়েকটি সংস্থার নাম উল্লেখ থাকতে পারে বলে খবর। চমকের শেষ এখানেই নয়! শোনা যাচ্ছে, রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) থেকে শঙ্করের মাধ্যমে কীভাবে বিদেশে পাঠানো হতো তার কথাও উল্লেখ করা হবে চার্জশিটে।
দুবাইয়ের যে সংস্থায় রেশন দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে তার নামও উল্লিখিত থাকবে চার্জশিটে। এর আগে এই মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের (Bakibur Rahman) বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সদ্য গ্রেফতার হওয়া শাহজাহান এখনও সিআইডি (CID) হেফাজতে রয়েছে। ইডি সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালির (Sandeshkhali) এই নেতাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসবে নতুন তথ্য। তবে অনেকটা সময় হাতের বাইরে থাকার কারণে নথিপত্র কতটা এখন পাওয়া যাবে তা নিয়ে ধন্দে আছেন তদন্তকারী আধিকারিকেরা।
আরও পড়ুনঃ ‘রাজনীতির কথা কম, গল্প হল বেশি!’ রাজ ভবনে মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফুরফুরে মেজাজে মমতা
গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়ির তল্লাশিতে ইডি আধিকারিকদের বাধা দিয়েছিল তাঁর অনুগামীরা। তদন্তকারী আধিকারিকদের ধারণা, শাহজাহানের বাড়িতে থাকা নথিপত্র এবং নগদ টাকা সরানোর উদ্দেশেই এই কাজ করা হয়েছিল। এরপর তাঁর বাড়িতে তল্লাশি করে তেমন কিছুই উদ্ধার করা যায়নি। তবে তদন্তকারীদের কথায়, নথিপত্র যতই সরানো হোক না কেন, দুর্নীতি যখন হয়েছে তার কোনও না কোনও প্রমাণ থেকেই যাবে।