বাংলা হান্ট ডেস্কঃ ইডি পেটানোর মামলায় বর্তমানে ইডি (ED) হেফাজতেই রয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান (Sheikh Sahajahan)। এর আগে কেন্দ্রীয় সংস্থার উপর হামলার ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহানের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তদন্তে নেমে কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)। আর এবার শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি।
ইডি সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বিশেষ ইডি আদালতে শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে তদন্তকারী সংস্থা। জানুয়ারির ৫ তারিখ ইডি পেটানোর ঘটনার পর টানা দুমাসের টানটান উত্তেজনা, তারপর হঠাৎ পুলিশের জালে ধরা পড়ে সন্দেশখালির (Sandeshkhali) বাঘ। তারপর প্রথমে সিআইডি, সিবিআই হয়ে বর্তমানে ইডি হেফাজতে সন্দেশখালির বাঘ।
সন্দেশখালিতে জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তের সূত্র ধরে ইতিমধ্যেই ২৮৮ কোটি টাকার সন্ধান পেয়েছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, এখনও পর্যন্ত সন্ধান পাওয়া এই বিপুল পরিমাণ টাকার উল্লেখও চার্জশিটে থাকবে। যার মধ্যে ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও ইডি সূত্রে খবর।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সব! ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোথায় কোথায় রেড অ্যালার্ট?
গত জানুয়ারি মাসের ৫ তারিখ রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে লাইমলাইটে আসে শাহজাহান নাম। সেই সময় শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে ফিরে আসতে হয় তদন্তকারীদের। তারপর থেকে সাধারণ মানুষজনের জমি দখল সংক্রান্ত একের পর এক অভিযোগ উঠে এসেছে। উঠে আসে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগও। সেই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই বিস্তর তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। এরই মাঝে এবার শাহজাহানের বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।